নীল উর্দি
ইংরেজী দি ব্লু কোট এর বাংলা সংস্করণ নীল উর্দি। ফ্রাঙ্কো-বেলজিয়ান কমিকসগুলির মধ্যে অন্যতম সেরা কমেডি মিশ্রিত কমিকস সিরিজ এটি। টিনটিনের মত মজাদার সংলাপ আর অ্যাসটেরিক্স এর মত গোঁয়ারতুমি এই কমিকসের অন্যতম বৈশিষ্ট। ফরাসী ভাষায় এখনও পর্যন্ত ৬৮টির মত পর্ব প্রকাশিত হলেও ইংরেজীতে মাত্র ১৫টি পর্ব পাওয়া যায়। আমি ইংরেজীর নাম্বারিং অনুযায়ী এটির অনুবাদ করব বলে ভেবে রেখেছি।
31th January, 2023 8:28 AM
Episodes