চটপটে ও ফড়ফড়ে
হার্জের এই অনবদ্য কমিকসটির মোট ১২টি পর্ব আমার জানা মতে প্রকাশিত হলেও ইন্টারনেট জগতে মোট চারটি ইংরেজীতে অনুদিত কমিকস পাওয়া যায়। বাকিগুলি এখনও মূল ফরাসী ভাষায় রয়ে গেছে। ইংরেজীতে প্রাপ্ত কমিকসগুলির মধ্যে শেষদিকের ৭,৮,৯ ও দশ নম্বর বইটি বাংলায় আগেই অনুদিত হয়ে গেছে এবং সেগুলি বিভিন্ন ফোরাম ও ব্লগে এখনও পাওয়া যায়। তবে ১-৬ নং সংখ্যাগুলি এখনও অনুদিত না হওয়ায় আমি গুগল ট্রান্সলেটরের সাহায্যে এগুলি আস্তে আস্তে অনুবাদ করছি। তবে সমস্যা এই যে ফরাসী ভাষা থেকে গুগলে যে কাঠ-কাঠ অনুবাদ আসে, তাকে বাংলায় প্রাঞ্জল ও গ্রহণযোগ্য করা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। যাই হোক, ধীরে ধীরে সবগুলিই বাংলায় এখানে প্রকাশিত হবে।
9th February, 2023 6:55 PM
Episodes