একটা টাটকা কমিকস এইবার মুগ্ধবাংলায়। মাত্র কয়েক বছর আগে এই কমিকসটি বাজারে এসেছিল। পড়ার পর এত ভাল লাগে যে আর থাকতে পারিনি, তৎক্ষণাৎ অনুবাদ করতে শুরু করে দিই। কমিকসটির বিশেষত এই যে, ডায়লগগুলি খুবই সাবলীল আর ছোট্ট ছোট্ট। ছবির মধ্যে লেখা প্রায় নেই বললেই চলে। তাই অনুবাদ করতে বেশি খাটুনি হয় না। আর আকর্ষনীয় ব্যাপার হল এর ছবির কোয়ালিটি। একদম ঝাঁ চকচকে ছবি। অনুবাদ করতে করতে শিল্পীর প্রতি চরম শ্রদ্ধায় মাথা নুইয়ে আসছিল। আর মজার ব্যাপার হল, কমিকসটির মধ্যে বনকন্যার ফ্লেভার রয়েছে। তবে সাবধান, কমিকসটি প্রাপ্তবয়স্কদের জন্য।
কোনোও এক কারণে পৃথিবী হঠাৎই বদলে গেছে। বদলে গেছে তার প্রকৃতি। বদলে গেছে মানুষজন। যেন ধ্বংসস্তুপে ভরা শহরের জঞ্জালে বাস করছে কোনো আদিম জনজাতি। শিকার করা আর শিকার হওয়া যাদের নিত্যদিনের কাজ। এরই মাঝে সুন্দরী যুবতী জিয়ালার দল অন্য একটা গোষ্ঠীর দলের দ্বারা আক্রান্ত হল আর শুরু হল জিয়ালার জীবনের অদ্ভুত ও চমকপ্রদ যাত্রা।
এই কমিকসের পরবর্তী সিজিন কবে আসবে জানি না। তাই আপাতত প্রথম সিজিন রইলো এখানে।