বিটলে ভাল্লুক
ইংরেজীর "Bigby" এর বাংলা মানে বড়/বিরাট বদমাস/খারাপ গোছের কিছু একটা। কিন্তু কমিকস পড়ে Bigbyকে একটুও বদমাস বলে মনে হয় না, বরং, একটু যেন অন্যরকম, অন্য ধরণের চিন্তাধারার লোক, তাই খারাপ/বদমাস অর্থে "বিটকেল" ব্যবহার না করে "বিটলে" নামটা দিয়েছি। সাদা মাটা, ছিমছাম, হার্জের টিনটিনের মত ক্লিয়ার লাইন ড্রয়িং, আর সর্বোপরি, সুক্ষ্ণ হাসিতে ভরা এই কমিকসটি।
22th April, 2023 9:05 AM
Episodes