কায়রো
কায়রো উলাইসে মেলাসাগনের তিনপর্বের অদ্ভুত এক অ্যাকশন মিশ্রিত কমিকস। কায়রো অর্থে মিশরের কায়রো শহর নয়। লেখকের মতে, কায়রো হল জব্দ হওয়ার ক্ষণ, পরিবর্তনের চুড়ান্ত সময়! সেকেন্ডের সেই ভাগ, সে সময়ে নিয়তি পালটে যায়। তিন পর্বের এই খুদে কমিকসে ডায়লগ খুব কম, কিন্তু ছবিগুলিই সব বলে দেয়। এত সুন্দর এই কমিকসটিতে সামান্য প্রাপ্তবয়স্কতার ছোঁয়া আছে।
22th April, 2023 6:10 PM
Episodes