Login Register
Home »
ভ্যালেরিয়ান ও লরেলাইন

ফরাসী কমিকস যেগুলি সারা বিশ্বে সমাদৃত হয়েছে ও জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে টিনটিন ও অ্যাস্টেরিক্সের পরই সম্ভবত ভ্যালেরিয়ান ও লরেলাইন এর স্থান! কিন্তু আশ্চর্য বিষয় হল, টিনটিনের সম্পুর্ণ সিরিজ বাংলায় অফিশিয়ালি ও আন অফিশিয়ালি অনুদিত হলেও অ্যাস্টেরিকের মত জনপ্রিয় কমিকসের হাতে গোনা কয়েকটি পর্ব অফিসিয়ালি অনুদিত হয়েছে। সৌভাগ্যের বিষয় অনেক গুনমুগ্ধ পাঠক অ্য্যস্টেরিক্সও অনুবাদ করছেন আন-অফিসিয়ালি। আবার লাকি লুকের মত কমিকসের মোট তিনটি(আমার যতদুর মনে পড়ে) পর্ব অফিশিয়ালি অনুদিত হয়েছে! কিন্তু ভ্যালেরিয়ান ও লরেলাইন? যতদুর মনে পরে আনন্দমেলায় একটিই মাত্র ভ্যালেরিয়ান ও লরেলাইন কমিকস অনুদিত হয়েছিল, তাও আবার প্রথম দ্বিতীয় পর্ব নয়, সরাসরি চতুর্থ পর্ব--"গ্রহের নাম আলফ্লোলল" নামে! অথচ, বইমেলা বা আনন্দ পাবলিশার্সের কোথাও এই কমিকসটি বই আকারে বেরোয়নি(আমি যতদুর জানি)! কেন এই অবহেলা কে জানে!

যাই হোক, ভ্যালেরিয়ান ও লরেলাইন এর ইংরেজী সিরিজ নাম্বারিং অনুযায়ী প্রথম পর্ব "জলোচ্ছ্বাসের শহর", যদিও প্রথম গল্প এটা নয়! এর প্রথম গল্পটি "খারাপ স্বপ্ন" যেটিকে আমি "০" নম্বর দিয়ে অনুবাদ করেছি।

3rd June, 2023 4:46 PM
Episodes
০৫ ওস্তাদের পাখি
Complete
০৪ গ্রহের নাম আলফ্লোলল
14 Pages added!
০৩ তারাহীন দুনিয়া
Complete
০২ সহস্র গ্রহের সাম্রাজ্য
Complete
০১ জলোচ্ছাসের শহর
Complete
০০ খারাপ স্বপ্ন
Complete
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)