সামুদ্রিয়া
সামুদ্রিয়ার নাম দেওয়া যেতে পারত সবুজ দুনিয়া! ভেবে দেখুন তো এমন এক দুনিয়া যার উপরিতল লতাপাতায় ভরা... যতদূর চোখ যায় পুরোটাই পাতায় মোড়া! এতো লম্বা, মোটা আর গভীর যে তাকে একদম ভেদ করা যায় না! এত বেশী গাছপালা আর পাতায় ভরা যে, সমগ্রটা বিচার করে দেখতে গেলে মনে হয় যেন একটা সমুদ্র যার ঢেউ আছে, জোয়ার-ভাটা আছে, বাতাস আছে, তরঙ্গলহরী আছে, আর আছে সমুদ্রস্রোতও! এবার চোখ বন্ধ করে দেখুন তো, কীসের ছবি ভেসে উঠছে? আপনি কি সামুদ্রিয়াকে দেখতে পাচ্ছেন?
সামুদ্রিয়ায় আপনাকে স্বাগত...
4th June, 2023 5:43 PM
Episodes