Login Register
Home »
বেণী লৌহচূর্ণ

স্মার্ফের অমর স্রষ্টা পেয়োর এক অনবদ্য সৃষ্টি বেণী লৌহচূর্ণ। ইংরেজীতে প্রকাশিত বেণী ব্রেক-আয়রণ এর বাংলা অনুবাদ এর চেয়ে ভাল কিছু পারলাম না। ডাচ ভাষায় এই দমফাটা হাসির কমিকসটির মোট ১৫টি পর্ব প্রকাশিত হলেও ইংরেজীতে মাত্র চারটি কমিকসের ডিজিট্যাল সংস্করণ পাওয়া যায়। প্রায় দেড় বছর আগে এটার অনুবাদ শুরু করলেও, ছবির মধ্যে এত লেখার রয়েছে যে অনুবাদ করতে অনীহা চলে আসে।

বেণীর গল্পটি প্রথম কয়েক পাতা পড়ার সময় কেন জানি না, বার বার বাঁটুল দি গ্রেটের কথা মনে চলে আসে। নারায়ন দেবনাথের অমর সৃষ্টি বাঁটুলের মতই বেণীর অত্যাশ্চর্য শক্তি। সে নিজেও হিসাব করে ব্যবহার করতে পারে না এই অদ্ভুত শক্তির। ফলত প্রায়শঃই সে ঘটিয়ে ফেলে বিভ্রাট। আর এর মধ্য দিয়েই হাসি ও মজার নিয়ে এগিয়ে চলে বেণীর দূর্দান্ত অভিযানগুলি। একবার শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করে না, এমনই এই কমিকসটি!

17th July, 2023 9:04 AM
Episodes
০১ লাল ট্যাক্সি
10 Pages added!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)