সম্ভবত মুগ্ধবাংলার সর্বাধিক জনপ্রিয় কমিকস মর্ত্যসেন। বা আরও ভালো করে বলতে গেলে, মুগ্ধবাংলার জনপ্রিয়তা মর্ত্যসেনের হাত ধরেই। মুগ্ধবাংলার পুনরুত্থানের সময় যে কয়েকটি কমিকস প্রকাশিত হয়েছিল, মর্ত্যসেনের অভিযান তার মধ্যে অন্যতম এবং প্রকাশের পরই পাঠকদের মাঝে দারুণ সমাদৃত হয় এই কমিকসটি।
Mortensen - বাংলায় মর্ত্যসেন নামটাই যথোপযুক্ত মনে হল। গোটা বইতে কোথাও ওর পুরো নাম নেই। সম্ভবত মর্টিমার মর্তঁসেন (ফরাসি নাম)। এই কমিকসের গল্প ভালো লেগে গেল বলে সঙ্গে সঙ্গে অনুবাদ শুরু করে দিলাম। ছবি আহামরি কিছু না হলেও রঙ করাতে বেশ নতুনত্ব রয়েছে। গোটা বইতে লাল হলুদ আর কালো রঙের মাধ্যমে মনোমুগ্ধকর গল্প আমার অসাধারণ লেগেছে। সবুজ রঙের ব্যবহার প্রায় নেই বললেই চলে। মুল ফরাসী ভাষা থেকে মাত্র চারটি পর্ব ইংরেজীতে অনুদিত হয়েছে বলে, সম্ভবত চারটি গল্পই ইন্টারনেট জগতে পাওয়া যায়। আরও দুইটি গল্পের প্রচ্ছদ ইন্টারনেট জগতে দেখা গেলেও তার ডিজিট্যাল কপি এখনও আমি পাইনি। যদি কোনোওদিন পাই, অবশ্যই তা মুগ্ধবাংলায় আসবে!