Login Register
Home »
ইয়োকো টুনো

অনেকদিন আগে থেকে এই কমিকসটি অনুবাদ করব করব ভেবেও হাত দিইনি। টিনটিনের মত ক্লিয়ার লাইন ড্রয়িং আর হাস্যরস এতে দেখা গেলেও ডায়লগ বেশী হওয়ার কারণে ভাবছিলাম, অন্য কেউ এটা অনুবাদে হাত দিলে ভালো হয়। বিশেষত ইংরেজী এডিশনের প্রথম পর্বে বিস্তর ডায়লগ। তবে সম্প্রতি জানতে পারি, মূল ফরাসী পর্বের ক্রম ইংরেজী অনুবাদে মানা হয়নি। তখনই লক্ষ করি, ফরাসী ভাষার প্রথম পর্বটি ইংরেজীতে সপ্তম পর্ব হিসাবে প্রকাশিত হয়েছে আর এতে ডায়লগ তুলনামূলক কম। তাই শেষ পর্যন্ত ফরাসী ভাষার ক্রম হিসাবে এটির অনুবাদ শুরু করে দিলাম।

ইয়োকো টুনোর কমিকসের প্রধান চরিত্র ইয়োকো টুনো একজন মেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কমিকসের গল্পগুলিতে কল্পবিজ্ঞানের ছড়াছড়ি। তবে রচয়িতার কৃতিত্ব এই যে, পুরো কমিকসটিতে অবাস্তবতা ভাগ নিতান্তই কম এবং গল্প অনুসরণ করলে দেখা যায়, কাল্পনিক বিজ্ঞানের যুক্তিটিও বৈজ্ঞানিক সিদ্ধান্ত নির্ভর। আর তাই পুরো গল্পটি দারুণ উপভোগ্য। দুই বন্ধু পল প্যারিস আর ভিক ভিডিওর সঙ্গে ভালোবাসা, বন্ধুত্ব , অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ ও হাসির সব উপাদান রয়েছে এই কমিকসে যা সব বয়সের সকলকে অবশ্যই ভাল লাগবে।

29th March, 2024 8:35 AM
Episodes
০১ ত্রয়ী কৌতুহলী
11 Pages added!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)