Login Register
Home »
এক রমণী বটে!

কমিকসটি মুগ্ধবাংলায় প্রকাশের আগে মনের মধ্যে প্রচন্ড দ্বিধা ছিল। এতদিন পর্যন্ত যে সব প্রাপ্তবয়স্কদের কমিকস মুগ্ধবাংলায় আগে প্রকাশিত হয়েছিল, তাতে একটা ভগ্নাংশমাত্র কিশোর উপযোগী ছিল না। তবে এই কমিকসটির প্রায় ৮০শতাংশ প্রাপ্তবয়স্ক। তাই প্রকাশ করার আগে অনেক ভেবেছি। অনুবাদ অনেক আগে শেষ করে ফেললেও এই ক'দিন শুধু ভেবেছি, এখানে দেব কি দেবো না। শেষমেষ দিয়েই ফেললাম। আর সেইসঙ্গে ছবি দেখেই বুঝতে পারছেন, এটি ১৮ বয়সের কম কারও পড়ার উপযোগী নয়। তাই ১৮ বছর বয়স না হয়ে থাকলে দয়া করে এটা পড়বেন না বা ডাউনলোড করবেন না!

F.Walthery-কে মনে আছে? নাতাশা কমিকসের রচয়িতা? তাঁরই অনবদ্য প্রাপ্তবয়স্কদের কমিকস এইটি। তবে নাতাশায় যেমন হাসির সঙ্গে অ্যাডভেঞ্চার ও টানটান উত্তেজনা ছিল, এখানে হাসির সঙ্গে যুক্ত হয়েছে আদিরস! প্রায় প্রতি পাতায় নগ্নদৃশ্য তো রয়েছেই, হাসিও কম নেই। পুরো সিরিজটা মোট চারটি পর্বের। তবে তৃতীয় পর্বে আসল সিরিজ শেষ হয়ে যায়। চতুর্থ পর্বটি সিরিজের উপসংহার।
এই পর্বটিতে ডায়লগ সেরকম ছিল না, তবে বহু ছবিতে লেখা অনেক ছিল। সেগুলি এডিট করতে খুব কষ্ট হয়েছে। কিছু কিছু জায়গার এডিট একদম কাঁচা হাতের কাজ বলে মনে হবে। তা সত্ত্বেও আশা করি আপনাদের কমিকসটি ভালো লাগবে!

12th April, 2024 5:00 PM
Episodes
প্রথম পর্ব
Complete
দ্বিতীয় পর্ব
6 Pages added!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)