একটি নতুন জগতের ফুল
স্পেনিয়ার্ডরা আমেরিকায় যখন নতুন নতুন কলোনী স্থাপন করছে, তখন স্থানীয় আদিগোষ্ঠীর সঙ্গে তাদের ব্যাপক সংঘাত বাধে। বেশীরভাগ ক্ষেত্রেই যা হয়, স্পেনিয়ার্ডদের আধুনিক হাতিয়ারের সামনে আদিবাসীরা কচুকাটা হয়। কিন্তু তবুও স্পেনিয়ার্ডরা যে সহজেই যুদ্ধে জিতে যাচ্ছিল, একথা একদমই ভুল বরং বেশ কিছু ক্ষেত্রে স্পেনিয়ার্ডরা একদম কোণঠাসা হয়ে যায়, তবে কপালজোরে, বুদ্ধি খাটিয়ে বা প্রতারণা করে শেষে আদিবাসীদের মাত দেয়। এমনই এক সময়ের একটি বিশেষ গল্প এই কমিকসে প্রাণ ফিরে পেয়েছে।
3rd May, 2024 7:26 PM
Episodes