প্রফেসর পামট্রি
পুরো নাম প্রফেসর জুলিয়াস পামট্রি বা পামবুম! ডাচ শিল্পী ডিক ব্রিয়েলের ক্লিয়ার লাইন ড্রয়িংয়ের একটি সুন্দর কমিকস সিরিজ এই প্রফেসর পামট্রি। প্রফেসর পামট্রিকে নিয়ে সর্বমোট তিনটি অভিযান ও একটি অসম্পূর্ণ গল্প রয়েছে। যদিও ইন্টারনেটে মূলভাষায় তিনটি অভিযান পাওয়া, কিন্তু এখনও পর্যন্ত প্রথম পর্বটি ইংরেজিতে অনুদিত হয়েছে। সমালোচকদের মতে, ডিক ব্রিয়েলের এই সিরিজের শুধু প্রথম পর্বটিই ভালো, অন্য দুইটির গল্প সে তুলনায় নিম্নমানের। চেষ্টা করব বাকি দুইটি পর্ব মূল ডাচ ভাষা থেকে বাংলায় নিয়ে আসা।
19th May, 2024 10:00 AM
Episodes