মানবজাতিকে বাঁচাও
এই এক পর্বের কমিকসটি মুগ্ধবাংলার নববর্ষ সংখ্যা ১৪২৭এ প্রকাশিত হয়েছিল। মরুভূমিতে একটি ভেঙে পড়া মহাকাশযানের একমাত্র মানুষ তার সহযোগী রোবটকে মানুষকে বাঁচাতে নির্দেশ দেয়। কিন্তু চেষ্টা করা সত্বেও পরিস্থিতি বার বার তাকে বিফল করে! ঝ্যাং জিয়াওয়ুর আঁকা ও লেখা এই কমিকসটিতে সংলাপ খুব কম। খুব দ্রুত পড়ে শেষ হয়ে দীর্ঘ এই কমিকসটি।
25th May, 2024 8:44 AM
Episodes