বনকন্যা সিজিন ৩
"ভাইয়ো আউর বেহনো, দিল থাম কে বেঠিয়ে"!
হিন্দি সিনেমার এই ডায়লগ যেন বনকন্যার তৃতীয় মরসুমের জন্যই একেবারে উপযুক্ত! প্রথম যখন আমি "বনকন্যা" কমিকসটি দেখি(অহরবাবুর অনুবাদ), নতুন পর্বের জন্য এরকমই উদ্গ্রীব হয়ে থাকতাম! এবারের পর্বটা যেন একটু একটু করে আধুনিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে! শুরুতেই আগের গল্পের সারাংশ দিয়েই লেখক সরাসরি মুল ঘটনায় চলে গেছেন। আর পাতার পর পাতা গল্পের চমক। প্রাগৈতিহাসিক প্রাণীদের পরে এবার ইউ.এফ.ও.! আর কত বিস্ময়কর ঘটনা আছে এতে জানি না। আর সব থেকে মজার ব্যাপার, এবার বনকন্যার এই সিজিন মাত্র চারটি পর্বে সমাপ্ত! তাই পর্বগুলি ঝটপট শেষ না করে একটু দেরী দেরী করে দেব! হিঃ হিঃ হিঃ! ;)
2nd June, 2024 7:30 PM
Episodes