নৃশংস মহাসড়ক
বিপর্যয়ের পরের ফ্রান্স। মানুষ হয়ে গেছে প্রায় বন্য। হয় সে একা থাকে, অন্যদের থেকে নিজেকে রক্ষা করে, নয় সে দলে থাকে আর একাকী বা অন্য কাউকে দেখলে আক্রমণ করে। এমন এক নিয়মবিহীন দুনিয়ায় স্বর্গের মত সুন্দর এক দ্বীপে দুই বোন তার বাবা আর বাগদত্তার সঙ্গে নিরুপদ্রব জীবন কাটাচ্ছিল। হঠাৎ একদল জংলী তাদের আক্রমণ করে। মেয়েদের রক্ষা করতে গিয়ে বাবা মারা যায় আর ছোট বোন বন্দী হয়ে পড়ে। বড় বোন হেলেন বেরিয়া পড়ে প্যারিসের উদ্দেশ্যে বোনকে খুঁজে বের করে উদ্ধার করতে...
29th September, 2024 1:58 PM
Episodes