গাবলু
কার্ল আন্ডারসনের প্রথম দিকের হেনরী (বাংলায় গাবলু) কমিকস। আনন্দমেলায় আমরা যে গাবলুকে চিনি, সে বলতে গেলে কোনো কথাই বলে না। কিন্তু হেনরী কমিকসের প্রথমদিকে হেনরী বা গাবলুকে যথেষ্ট পরিমানে কথা বলতে দেখা যায়। এছাড়াও আনন্দমেলার গাবলুতে এক পাতায় দুটি হাসির ঘটনা থাকত। কিন্তু এই পুরানো গাবলু কমিকসটির প্রতিটি বই প্রায় ৪৫-৪৮ পাতার। প্রথম বইটি ছাড়া বাকিগুলিতে দুটি বা তিনটি দীর্ঘ পর্ব রয়েছে। এখনো পর্যন্ত মোট ৬৫টি বই আমি সংগ্রহ করতে পেরেছি। জানিনা আরও আছে কিনা। চেষ্টা করব, একে একে এই বইগুলি মুগ্ধবাংলায় নিয়ে আসার।
26th October, 2025 11:50 AM
Episodes