অ্যাসটেরিক্স - মুগ্ধবাংলা রিলিজ
মুগ্ধবাংলায় প্রকাশের আগে হয়তবা অন্য কোথাও এই পর্বগুলি অনুবাদ হয়ে থাকতে পারে, তবে আমার সংগ্রহে নেই, তাই এই পর্বগুলি অনুবাদে হাত দিয়েছি। তবে গল্পের চরিত্রগুলির নাম তাদের কাজ অনুসারে মানানসই করার জন্য, অনুবাদ খুব ধীর গতিতে করতে বাধ্য হচ্ছি। তবে, শুরু যখন করেছি, শেষ করেই ছাড়বো, এই আমার বিশ্বাস। এখনও অনলাইন কমিকস রিডিং সেকশনে মন্তব্যের ব্যবস্থা নেই, তাই কোনো রকম মতামত থাকলে, পারসোন্যাল মেসেজ করবেন।
11th February, 2022 2:49 PM
Episodes