বাডি লংওয়ে
একড়ির স্রষ্টা দেরিবের একটি অন্যতম দূর্দান্ত কমিকস বাডি লংওয়ে। তবে একড়ি যেমন শিশু কিশোরদের ভেবে তৈরি করা, বাডি লংওয়ে মূলত প্রাপ্তবয়স্কদের ভেবে তৈরি করা। সামান্য দু একটা দৃশ্য বাদ দিলে হয়ত বাডী লঙওয়ে সবার উপযোগী কমিকস হয়ে উঠতে পারত। তবে যেহেতু স্রষ্টা প্রাপ্তবয়স্ক বাডি ও তার পারিবারিক জীবনযাত্রাকে দেখিয়েছে, তাই এটি শিশু কিশোরদের জন্য পড়ার উপযোগী নয়।
11th January, 2023 7:32 PM
Episodes