Login Register
দিনের প্রথম প্রবেশের জন্য ক্রেডিট

এর আগে অনেকেই ক্রেডিট দেওয়া নিয়ে সমস্যা পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা ঠিক কি, বা সেটা কেন সংগ্রহ করে রাখব! আসলে ফোরাম নির্ভর সাইটগুলির প্রধান সমস্যা হল, তার সদস্যেদের কেউ কেউ নিজের একটা ফোরাম বা ব্লগ খুলে ফেলেন। কারণটা স্পষ্ট, অন্য ফোরামে থাকলে, কিছুটা পরাধীন হয়ে থাকতে হয়। নিজের ফোরাম থাকলে, সে সমস্যা থাকে না। আর নিজের ফোরাম বা ব্লগ করলে তাতে নিজস্ব বা আনকোরা কিছু রসদ থাকা দরকার, নইলে দর্শক আসবে কেন? সমস্যা এখানেই। নর্মাল ওপেন ফোরাম বা রেজিস্টার ফোরামের কোনো আনকোরা নতুন জিনিস খুব সহজেই নিজের সাইটে পাবলিশ করে দর্শক জোগাড় করা যায় এবং সেটা খুবই সহজ ও সস্তা পদ্ধতি। নতুন জিনিস তৈরী করে তাকে সবার সামনে নিয়ে আসা কষ্টসাধ্য কাজ, সময়সাপেক্ষ তো বটেই।

এইসব সমস্যার জন্য আমি প্রথম যখন ইন্টারনেট জগতে ফোরামে পা রাখি, দেখি আমাদেরফোরাম, বেঙ্গলি-ডাউনলোড, বাংলা-টরেন্ট, নির্জনআড্ডার মত জনপ্রিয় কিছু সাইট। প্রথম প্রথম ফ্রি সাইট থাকলেও, পরবর্তীতে সেগুলির অনেকেই ইউজার ডোনেশন মোডে চলে যায়। কারণ সার্ভার-ডোমেইন সহ অনেক বিষয় আছে যা ফ্রিতে পাওয়া যায় না, সারা বছরের একটা বাঁধা খরচ থাকে এর জন্য। সেটা বছর বছর চালিয়ে যাওয়া একা কারও পক্ষে সম্ভব না, শখ যতই লাখো দামী হোক। সাইটে বিজ্ঞাপন দেখিয়েও সেই খরচ তোলা অনেক সময় খুব জনপ্রিয় সাইটেরও সম্ভব হয় না। ইউজার ডোনেশনের ক্ষেত্রেও সমস্যা। অল্প কিছু মেম্বার ছাড়া বাকিরা সাইটে আসে, মজা লুটে, আর ডোনেট করার সময় কাঁচকলা দেখিয়ে চলে যায়। অনেকেই আবার এইসব সাইটের আনকোরা নতুন জিনিস নিজের সাইটে শেয়ার করে নিজের মত ফায়দা লুটে। এইসব বন্ধ করার জন্যই দেখি একে একে পুরানো সাইটগুলি হয় ক্লোজড লেভেলে যাচ্ছে, না হয় পে মোডে। অর্থাৎ হয় ওই সাইটের রিলায়েবল কেউ আপনাকে আমন্ত্রণ করুক তবে আপনি সেখানে ঢুকতে পারবেন, না হলে বার্ষিক/মাসিক টাকা দিয়ে তাদের সদস্যপদ কিনুন, তবেই ওই সাইটের কন্টেন্ট দেখতে পারবেন।

আমি এই সাইট করার সময়, উপরের বিষয়গুলি মাথায় রেখে প্রথমত বিজ্ঞাপনের উপর নির্ভর করব ঠিক করি। কিন্তু নতুন সাইটে ইউজার অ্যাকটিভ না থাকলে, বিজ্ঞাপনে কিছুই খরচ ওঠে না। তাই সদস্যরা যাতে দিনে অন্তত একবার লগিন করে তার জন্য লগ-ইন বোনাস চালু করি। তাছাড়া, সদস্যরা যাতে বিজ্ঞাপন দেখলে কিছু ক্রেডিট পায় তারও ব্যবস্থা করি। আর এই ক্রেডিট কেন তারা জোগাড় করবে? কারণ এই সাইটের নতুন আনকোরা জিনিস ডাউনলোড করতে গেলে ক্রেডিট অবশ্যই দরকার।

এতদিন ২৪ঘন্টা পর লগ-ইন বোনাস দেওয়া হত। এবার থেকে, দিনের প্রথম লগইনে ক্রেডিট দেওয়া হবে। অবশ্য, ২৪ঘন্টা পর লগ-ইন করাটাই যাতে আপনারা পছন্দ করেন, সেজন্য দিনের প্রথম লগিন ক্রেডিট ৫ এর পরিবর্তে ৩ করে রেখেছি।

বিষয়টি কে কেমনভাবে নেবেন জানি না, তবে নিশ্চয়ই আপনারা এখানে মন্তব্য করে জানাবেন, এই আশা রাখছি।

21th July, 2019 3:57 PM, Last Edit by banglamax on 21th July, 2019 4:01 PM
Comments
#2

দাদা, ভাবনাটা বেশ ভালোই... কিন্তু, বিষয়টি আরেকটু স্পস্ট করলে ভাল হত।

দিনের প্রথম লগইন আর ২৪ ঘন্টার পরের লগইন কি আলাদা আলাদা হবে নাকি?

আপনাদের ফোড়ামের কোডিং-লজিক মনে হচ্ছেনা ঠিক মত কাজ করছে - কারণ, আমি ১৯ তারিখ লগইন বোনাস পাই, তারপর ২১ তারিখ লগইন করি কিন্তু ক্রেডিট পাইনা। লজিক তো বলে ২৪ ঘন্টার বেশি হলেই ক্রেডিট পাওয়া যায়।

যাইহোক, যেটাই করবেন করুন - কিন্তু ক্রেডিট একবার দিলেই ভালো হয়।


22th July, 2019 5:23 PM
#3

দিনের প্রথম লগইন এ ক্রেডিট । বারবার নয় । যদি 24ঘন্টা পর হয়, তবে 5ক্রেডিট। নইলে 3 ক্রেডিট ।


23th July, 2019 8:11 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)