দীর্ঘ একমাস যাবৎ প্রচেষ্টার পর প্রায় শেষের মুখে শারদীয়ার আকর্ষণ বানানোর কাজ। তবুও এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। তারই মধ্যে প্রায় সাড়ে নয় ঘন্টা পরিশ্রম করে এই ছোট্ট প্রাগদর্শন প্রস্তুত করলাম। কেন? কারণ অনেক রকম।
প্রথমত, আমাদের অনেক সদস্যের মধ্যেই একটা ধোঁয়াশা রয়েছে, আসলে চলছেটা কি? অনেকদিন নতুন পোস্ট নেই। সাইট বন্ধ হয়ে যাচ্ছে নাকি? না! আসলে এই শারদীয় মুগ্ধবাংলা প্রকাশনার কাজে ব্যস্ত ছিলাম। তাই নতুন কিছু করে উঠতে পারিনি!
দ্বিতীয়ত, অনেক ভাবনা চিন্তা ও ছবি আঁকার ব্যর্থ চেষ্টার পর অবশেষে, ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবির কাট-ছাঁট করে জোড়াতালি দিয়ে এই পুজাসংখ্যার প্রচ্ছদ বানালাম! কীজানি কার কেমন লাগে? তাই জানার জন্য এই DEMO র প্রকাশ।
তৃতীয়ত, এখনো যারা ভাবছেন, কোনো লেখা বা প্রতিভার ছাপ মুগ্ধবাংলার প্রথম প্রকাশনাতে রাখব কি না, তাদের জন্য এই শেষ সুযোগ! আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে যদি কেউ কিছু দিতে চান, দিতে পারেন, নইলে, পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করুন। আগেই বলেছি, যারা এতে লেখা দেবেন, বিশেষ বিবেচনা সাপেক্ষে তারা এই সংখ্যা বিনা ক্রেডিটে পাবেন বা অল্প ক্রেডিটে পাবেন। সুতরাং... সিদ্ধান্ত আপনার। কারণ আসল বইটির ক্রেডিট ২০০র কমে হবে না, এটা নিশ্চিত।
সুতরাং, এটি বিনা ক্রেডিটে ডাউনলোড করুন, ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেবে দেখুন, তারপর ক্রেডিট সংগ্রহ করার জন্য উঠে পড়ে লাগুন!
কোনো রকম পরামর্শ থাকলে অবশ্যই তাড়াতাড়ি জানাবেন। জানেন নিশ্চয়ই, ভালো আইডিয়ার জন্য আমি মাঝে মাঝে উপরি ক্রেডিট বিতরণ করি!
আপনারা দুজনে এত কম সময়ের মধ্যে এতকিছু করতে পারবেন বলে কখনো কল্পনাও করিনি।@subha05 এর সাথে আমিও একমত,ডিজাইনটা কিছুটা সেকেলে টাইপের হয়ে গেছে।সে যাক,মুগ্ধবাংলার সকল মেম্বারদের পক্ষ থেকে আপনাদের দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
bah khub sundar...adhir agrohe apeksha kore thakbo emon sundar ar natunatwa bhora sharodiya sankhyar jonyo....jodio porar sujog pete je 200 credit lagbe ta onek durer swapno...
sudhu 1tai kotha, jehetu eta Pujo/Sharodiya Sankhya tai prothom borsho er sathe prothom sankhya (jeta saptahik/pakshik/mashik sankhya te byabohar hoi) lekhar darkar achhe ki?ajachit mantobyo hole duhkhito (delet koreleo apotti nei)...
আপনাদের শারদীয়া প্রকাশণা দেখেই পুরো বম খেয়ে গেলাম... দারুণ হয়েছে কমিক্সগুলির চয়ন। শুধু প্রচ্ছদটি দেখে মনে হল কিছুটা সেকেলে টাইপের, আর ফটোশপের আরো কিছু কাজ ছিল। তবে, যাইহোক নতুন কমিক্স পাওয়ার আনন্দে, সেসব ছেড়েই দিলাম।
@som0303, ওটা আমি অনেকবার ভেবে দেখলাম। যদি কখনও মাসিক বা সাপ্তাহিক হিসাবে বের করার উদ্যোগ নিই, তখন লেখা যেতে পারে। তাই এখানে বোধহয় না লেখলেও ক্ষতি নেই! কী বলেন বাকীরা? যে কোনোও পরামর্শ স্বাগত!
@subha05, হ্যাঁ বিষয়টা বুঝতে পারছি। আসলে আমার ইচ্ছা ছিল পুরাতন আনন্দমেলায় যে সুন্দর বাঁকানো স্টাইলিশ লেখা ছিল, সেরকম করার, পারলাম না, তাই শেষে এটাই রাখলাম।