Login Register
মুগ্ধবাংলা ই-পত্রিকা প্রকাশনা

আনন্দের সঙ্গে মুগ্ধবাংলার সকল সম্মানিত সদস্যদের জানানো যাচ্ছে যে, গতকাল মুগ্ধবাংলার ই-পত্রিকা সফটওয়ার ইন্সটল করা হয়েছে এবং আশা করছি সবই ঠিকঠাক চলছে। যদিও ছোট-খাটো কয়েকটি বিষয়ে নজর দেওয়া এখনও হয়নি, তবুও সদস্যদের পক্ষে এখন স্বরচিত লেখা মুগ্ধবাংলা পত্রিকাতে পাঠানো সহজসাধ্য হয়ে গেছে। ইচ্ছুক যে কোনোও সদস্য যে কোনোও সময় তার লেখাটি আমাদের এখানে শেয়ার করতে পারেন।

এখন, সকলকে বলে দিই, এই নতুন সুবিধাটি কীভাবে কাজ করে, কারণ, এই বিষয়ে সঠিক তথ্য জানা না থাকলে, সদস্যদের কিছুটা অসুবিধা যেমন হবে, তেমনই আমাদেরও সেই লেখাটি পত্রিকাতে এড করা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ হয়ে যেতে পারে। যাই হোক, চেষ্টা করছি ধাপে ধাপে সকল কিছু ব্যাখ্যা করার।

১) মুগ্ধবাংলার কোন পত্রিকা আগামীতে প্রকাশ পাবে তা এই সাইটের মুল পাতায় প্রথমেই সকলে "New Project" এর অংশে দেখতে পাবেন। এইখানেই স্টার্ট ডেট বা শুরুর সময়ের নিচেই এন্ড ডেট বা পত্রিকার ওই সংখ্যাতে লেখা জমা নেওয়ার শেষ তারিখও উল্লেখ আছে। প্রসঙ্গত বলে রাখি, কোনো লেখা জমা দেবার পর সরাসরি সেই লেখা এইখানে দেখা যাবে না। লেখক যখন লেখা জমা দেবার সময় "সমাপ্ত" বা "The End of Article" এর বক্সে "টিক" মার্ক করবেন, কেবলমাত্র তার পরেই, এডমিন সেই লেখাটিকে পত্রিকার ওই সংখায় অনুমোদন করবে। অসমাপ্ত লেখা সমাপ্ত হবার পর, (বা বিশেষ ক্ষেত্রে লেখকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক হিসাবে)ওই লেখাটি ওই সংখ্যায় দৃশ্যমান হবে।

২) "Create New" বা "Add My Creations!" এর মধ্যে যখন লেখক লেখাটি শুরু করবেন, তখন এতে লেখাটির শিরোনাম ও বিবরণ হিসাবে লেখার একটি সারসংক্ষেপ বা ভুমিকা দিতে পারেন। তবে এইখানেই মুল লেখা শুরু করা যাবে না। এখানে লেখার একটা preview-ও দিতে পারেন।

৩) Create New" বা "Add My Creations!" করার পর আপনার লেখাটি দেখুন। ওখানেই আপনার গল্প/উপন্যাস/কবিতা ইত্যাদি যোগ করার ব্যবস্থা আছে এবং এই খানেই আপনার লেখাটি ভাগ ভাগ করে (অল্প অল্প করে) আপনি পোস্ট করতে পারবেন। পর পর লেখা জমা দেওয়া হয়ে গেলে যখন আপনার লেখাটি শেষ হয়ে যাবে তখন শেষ লেখাটি জমা দেবার সময় "The End of Article" এ টিক চিহ্ন দিয়ে লেখাটি জমা করবেন।

৪)কমিকসের ক্ষেত্রে পুরো কমিকসটির সমস্ত পাতা zip বা rar করে google drive/mediafire এ আপলোড করতে পারেন বা প্রতিটি পাতা আলাদা আলাদা করে এখানে আপলোড করতে পারেন।

9th February, 2020 9:01 AM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)