ই-পত্রিকার জন্য ইউজার নেম
সম্মানিত সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, যাঁরা মুগ্ধবাংলা ই-পত্রিকায় লেখা দিতে ইচ্ছুক তাঁরা যেন নিজের নিজের প্রোফাইল সেকসানে গিয়ে নিজের Writer Name সেট করে নেন। এই নামটি সদস্যদের ইউজার নেম ছাড়া অন্য কিছু হতে হবে। যেমন তার আসল নাম বা ছদ্মনাম যেটি কেবলমাত্র ইউজার ও এডমিন ভিন্ন আর কেউ এই সাইটে জানবে না। কেবলমাত্র ওই সদস্যের দেওয়া লেখার লেখক হিসাবে মুগ্ধবাংলা ই-পত্রিকাতে এই নাম, ব্যবহার হবে। এটি এখানে একবার সেট করার পর আর পরিবর্তন করা যাবে না।
9th February, 2020 9:42 AM
Comments
No Comments!