Login Register
মুগ্ধবাংলার দ্বিতীয় বর্ষ ও একটি দুঃখজনক ঘোষণা

গুটি গুটি পায়ে চলতে চলতে আজ মুগ্ধবাংলা তার প্রথমবর্ষ অতিক্রান্ত হল। গত বছর পয়লা এপ্রিল এটিকে পুনরায় চালু করলাম বন্ধু শরদিন্দুর হাত ধরে।এই একটি বছরে কত কীই না পেলাম, সে তুলনায় হারালাম হয়ত সামান্য। পাওয়ার মধ্যে ১৭৩ জন সক্রিয় সদস্য পেলাম, তাদের মধ্যে কিছু তো নিয়মিত যোগাযোগ রেখে চলেছে আমাদের সঙ্গে। তারা সুস্থতার খোঁজখবর নেন, কাজের প্রশংসা করেন, ভুলত্রুটি ধরিয়ে দেন, কীভাবে কী করা যেতে পারে সে বিষয়ে মুল্যবান পরামর্শ দেন। তাদের আন্তরিকতা সত্যই কোনো তুলনা হয় না।

তবু হাজার ভালোর মধ্যে দু একটা খারাপ তো থাকবেই। সবার মনোভাব তো সমান হয় না। চলার পথে dhsajib বা সেরকমই ইউজারনাম বিশিষ্ট এক বন্ধুর সঙ্গে পরিচয় হল, যিনি এখানকার বইগুলি তার নিজস্ব সাইটে শেয়ার করছিলেন। জানতে পেরে তাৎক্ষণিকভাবে উনাকে ব্যান করি, যেজন্য উনি পরে ক্ষমাপ্রার্থনাও করেন। তারপরই আমরা আরও ভালো বন্ধু হয়ে পড়ি।

ইন্টারনেট জগতে অন্যের বই নিজের সাইটে শেয়ার করা নতুন কোনো কাজ নয়। যারাই বই ভালোবাসেন, নিয়মিত বই পড়েন তারাই হন্যে হয়ে একের পর এক ফোরাম সাইট ব্লগ চষে ফেলেন। বছর আটেক আগে আমিও মুগ্ধবাংলাসহ এরকম চার-পাঁচখানা বই শেয়ারের সাইট বানিয়েছিলাম আর ধীরে ধীরে তাদের অন্তিম মুহুর্তও দেখি। তারপর একটা জিনিস বুঝি, আনকোরা নতুন কিছু না হলে বইয়ের পাহাড়ে উঠার চেষ্টা বৃথা। নিয়মিত সদস্য পাওয়া দুরূহ ব্যাপার। তখনই বন্ধু শরদিন্দুর সঙ্গে একটা নতুন সাইট করার পরিকল্পনা মাথায় আসে। ও তখন তার স্বরচিত.ইন (বর্তমানে বন্ধ, মুলত মুগ্ধবাংলায় সময় দেয়ার জন্য) সাইট করে চালাতে পারছিল না। আমার কথায় ও বিদেশি কমিকস অনুবাদে সচেষ্ট হয়। তারপর? ফলাফল আজ এই মুগ্ধবাংলা। কিন্তু ওই যে বললাম, হাজারে দু একটা চলেই আসে... সবাই dhsajib নয়। আরও এক কীর্তিমান মুগ্ধবাংলায় লুকিয়ে আছেন যিনি এখানকার সমস্ত বই ঝেড়ে দিয়েছেন (এই ভাষায় বলতে খারাপ লাগছে) তার সাইট boidownload.com এ। আর কি কষ্টকর ব্যাপার বলুন, মুগ্ধবাংলায় ক্রেডিট জমাতে যেখানে মাথার ঘাম ছুটে যায় (বিকল্প বেশি নেই), সেখানে এই মহাশয় কীভাবে যেন নিজে কষ্ট করে ক্রেডিট জমিয়ে সব বই ডাউনলোড করে নিজের সাইটে রেখেছেন যাতে "বইগুলো সবাই পড়বে এটাই আমাদের উদ্দেশ্য" পুরণ হয়, তাতে অন্যরা ক্ষতিগ্রস্ত হোক না, সে সদস্য কমেই হোক বা সামান্য ইউজার সাহায্য না পেয়েই হোক। আমি গত সেপ্টেম্বরে(২০১৯) ওদের মেল করেছিলাম, কোনও রিপ্লাই নেই (মেল আইডি ভুয়ো হতে পারে)। পরে বিরক্ত হয়ে আর যোগাযোগ করিনি। গত শনিবার দেখি মুগ্ধবাংলার হেন বই নেই যা ও ওখানে শেয়ার করেনি। সেদিনই ওদের প্রতিটা পোস্টে প্রতিবাদ মেসেজ করি। নতুন বই এড হয়েছে, কিন্তু মেসেজের কোনও উত্তর নেই। মনোভাব পরিষ্কার, ওরা জবাব দেবে না। বইগুলো হটাবেও না। কারণ যতদুর জানি, মুগ্ধবাংলা ছাড়া মুগ্ধবাংলার বই আপাতত ওদের সাইটেই পাওয়া যাচ্ছে।

আর তাই, এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হচ্ছে, বিশেষত, যখন মুগ্ধবাংলাতে আগামীতে আরও ভালো ভালো জনপ্রিয় বিদেশী কমিকস বাংলাতে আসছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, মুগ্ধবাংলাকে শুদ্ধ করব। আগামীতে মুগ্ধবাংলার কোনোও বই Premium Membership ছাড়া ডাউনলোড করা যাবে না, যদিও বইগুলির ডাউনলোড লিঙ্ক আসার আগে প্রায় ৮০% পাতা অনলাইন পড়ার সুবিধা থাকবে।

Premium Membership কীভাবে পাওয়া যাবে? আপাতত শরদিন্দু ও আমি ঠিক করেছি, মুগ্ধবাংলার কয়েকজন সক্রিয় সদস্যকে বিনামুল্যে এই উপহার দেব। তবে তাদের নাম পরবর্তীতে জানাবো। আর বাকি যেসব সদস্য ফ্রিতে ৬ মাস Premium Membership নিতে ইচ্ছুক, মুগ্ধবাংলার ক্রেডিটযুক্ত বই শেয়ার হয় এমন সাইটের নাম (সম্ভব হলে মালিকের নামও) কমেন্টে জানান। যাচাইয়ের পর তাদের মধ্যে সৌভাগ্যবান ৫ বা ১০ জনকে ফ্রিতে ৬ মাস Premium Membership দেবো। কারা কারা Premium Membership পাবে, সে বিষয়ে আমার ও শরদিন্দুর মতামতই শেষ কথা। ধন্যবাদ সকলকে।

1st April, 2020 7:04 PM, Last Edit by banglamax on 1st April, 2020 7:07 PM
Comments
#1

পুনশ্চঃ ইচ্ছা ছিল প্রথম বর্ষের সমাপ্তি ও দ্বিতীয় বর্ষের পদার্পণে সদস্যদের কিছু মোটা ক্রেডিট উপহার দেবো। কিন্তু পরিস্থিতির চাপে সকল সক্রিয় সদস্যদের সামান্য ১০ ক্রেডিট উপহার দিলাম। কারণ ওই কীর্তিমান এখনও ধরা পড়েনি। ও আর একটি কথা, যাদের ক্রেডিট অনেক জমেছে, অথচ এখনও সব বই ডাউনলোড করেননি, সময় থাকতে এখনই করে নিন। মুগ্ধবাংলার নতুন সফটওয়ার ইনস্টল হলে পুরানো বই আর Premium Membership ছাড়া ডাউনলোড করা সম্ভব হবে না, যদিও অন্য কোথাও থেকে তা পেয়েও যেতে পারেন।


1st April, 2020 7:16 PM
#3

গুটিকয়েক চোরের জন্য আমাদের মতো সাধারণ কমিকসপ্রেমীরা গাড্ডায় পড়লাম । তা সত্বেও আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানায় ।


2nd April, 2020 6:59 AM
#4

যদিও আমি এই সাইটে খুব বেশি এক্টিভ কখনই ছিলাম না, তারপরও আপনাদের পূজা বার্ষিকীটি ডাউনলোড করবো বলে এই কয়েকদিন নিয়মিত লগ ইন করছিলাম। হয়তো ১৭৫ ক্রেডিট যেতে যেতেই ডাউনলোড অপশন বন্ধ হয়ে যাবে :( তারপরও আপনাদের এই সিদ্ধান্ত কে স্বাগত জানাই। বই চুরি বন্ধ হউক এটা সকলেরই কাম্য।


2nd April, 2020 8:12 AM
#6

ভাইয়া যদিও আমি আগে কমিক্স আমার ব্লগস্পট সাইটে শেয়ার করতাম কিন্তু আপনি নিষেধ করার পর নতুন কোনো কমিক্স আর সেখানে যোগ করিনি। আর আগের কাজটার জন্য আমি এখনও অনুতপ্ত :(


2nd April, 2020 3:00 PM
#7

মুগ্ধবাংলার সকল সম্মানিত সদস্যের অবহিতের জন্য জানাচ্ছি যে, boidownload.com এর এডমিনের জবাব একটু আগে পড়লাম। তার সঙ্গে আমার কি আলোচনা হল, (যদিও ব্যক্তিগত হয়ত, তবুও এর উপর নির্ভর করছে আমাদের সাধারণ সদস্যের ভবিষ্যত) তা এখানে প্রকাশ করছি।

প্রথম মেল (আমারঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৯):মুগ্ধবাংলার ক্রেডিটযুক্ত ই-বই boidownload.com এ সরাসরি শেয়ার করা থেকে বিরত থাকুন। যদি একান্তই ভালো লেগে থাকে তবে সরাসরি লিংক না দিয়ে মুল সাইটের লিংক দিন। তাতে লেখক ও মুগ্ধবাংলা কর্তৃপক্ষ আপনার সহায়তা উপকৃত হবেন। সুতরাং এখনই সরাসরি লিংক প্রত্যাহার করুন নতুবা নতুন বই পাওয়ার কথা ভুলে যান মুগ্ধবাংলা থেকে।

কোনো রিপ্লাই নেই।

দ্বিতীয় মেল ও মুগ্ধবাংলায় এই পোস্ট (২৯শে মার্চ,২০২০):হ্যালো,

আজ আমি লক্ষ্য করলাম যে আপনি আমার সাইট http://mugdhobangla.tk থেকে প্রায় সমস্ত ফাইল নিজের সাইটে নিজের লিঙ্কে শেয়ার করে নিয়েছেন। এটি অসহনীয় কারণ মুগ্ধোবাংলা ওই একই নীতিটির জন্যও কাজ করে যা আপনি TOS এর প্রথম লাইনে বলেছেন "বই সবাই পড়বে"। এটি পূরণের জন্য, আমরা এখনও অর্থ প্রদানকারী সদস্যপদব্যবস্থায় চলে যাইনি এবং সদস্যদের সাইটে সক্রিয় থাকতে এবং সাইটটি সার্ফ করার সময় নিয়মিত হারে ক্রেডিট প্রদান করে আসছি, যাতে তারা বিনামুল্যে বইগুলি ডাউনলোড করতে পারে। আপনি যে কেউই হন না কেন, আপনিও সম্ভবত বর্তমান সদস্য এবং এই সমস্ত বই নিখরচায় ঠিক এভাবেই ডাউনলোড করেছেন। এই সমস্ত বই নিখরচায় ডাউনলোড করতে গিয়ে আপনি কি কোনও সমস্যা অনুভব করেছেন? আপনি কি মনে করেন যে মুগ্ধবাংলা এই নতুন বইগুলি বিনামূল্যে ডাউনলোড করা উপযুক্ত নয়? যদি না, তবে মুগ্ধবাংলা থেকে কোনও অনুমতি না নিয়ে কেন আপনি এই বইগুলিকে আপনার সাইটে শেয়ার করছেন? আপনার এই কাজটির ফলে ফ্রিতে নতুন বইগুলি শেয়ার করে নেওয়ার আগে আমাদের দুবার ভাবতে বাধ্য করছে।

এবং সর্বশেষে বলি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাইট থেকে এই সমস্ত বই এবং পোস্টগুলি সরিয়ে দিন নতুবা মুগ্ধবাংলার নতুন বইগুলি হয়ত আর কোনদিনই ইন্টারনেট জগতে আসবে না। (কয়েকটি বানান ভুল ছিল, ঠিক করলাম)

উত্তর (এপ্রিল 2): আপনার দেয়া ইমেইলটি আজকেই দেখলাম। দেখলাম বলা ঠিক হবে না, খুঁজে বের করলাম। আপনাদের পোস্টটি দেখে ইমেইল চেক করে আপনার মেইলটি অনেক নিচ থেকে পেলাম। বিষয়টির জন্য খুবই দুঃখিত। আমরা আসলে নেট থেকে বই সংগ্রহ করে শেয়ার করিমাত্র। যাতে সবাই সকল বই এক জায়গায় পায়। তবে প্রতিটি বইয়ে আপনাদের সাইটের কথা বলা ছিল। এরপরও আপনাদের নিষেধ থাকলে, আগামীতে আর কোন বই শেয়ার করা হবে না। অথবা যদি চান বই শেয়ার করে তার পাশাপাশি আপনাদের সাইটের link দিতে হবে সেটাও বলতে পারেন। সর্বোপরি আপনাদের নিষেধ থাকলে, আগামীতে আর কোন বই শেয়ার করা হবে না।

বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

আমার উত্তর : প্রথমেই বলে দিই "বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন"-- না দাদা, পারলাম না। কারণ এখনও আপনি মুগ্ধবাংলা ব্যান্যারে প্রকাশিত বইগুলি আপনার সাইট থেকে রিমুভ করেননি, উপরন্তু গতকালকে বা আজকে "খারাপ স্বপ্ন"(ভ্যালেরিয়ান ও লরেলাইনের অভিযান) আপনার সাইটে প্রকাশ করেছেন। এ থেকে বোঝা যায়, আপনার সাইটের TOS এর প্রথমটা মনেপ্রানে মেনে চলেন, শেষদিকটা নয়। স্পষ্টতঃই, মুগ্ধবাংলার যেসব বই অন্য কোথাও পাওয়া যায় না, সেগুলি আপনার সাইটে প্রকাশে পপুলারিটি অবশ্যই বাড়বে, আর এখন তো আমি আমার সাইটে আপনার সাইটের কথা ডিক্লেয়ার করে দিয়েছি, সুতরাং নতুন নতুন মেম্বার পেতে আপনার কোনও বাধা নেই। আর " নেট থেকে বই সংগ্রহ করে" শেয়ার করেন "যাতে সবাই সকল বই এক জায়গায় পায়" এই কথাটাও মানতে পারলাম না। মুগ্ধবাংলা প্রথম থেকেই সকল সদস্যের কথা ভেবে পে মোডে চলে যায়নি, গেলে হয়ত গ্যাঁটের কড়ি খরচ করে পাওয়া বই এভাবে ই-জগতে শেয়ার করতেন না। কিন্তু আপনি যে কাজ করেছেন এবং পারলে হয়ত আরও করে যাবেন, তাতে আর যাই হোক, সাধারণ সদস্যরা আর বিনামূল্যে মুগ্ধবাংলায় বই পাবে না। আর শেষ কথা, আপনি কত বই শেয়ার করবেন এক জায়গায়? এখনও বাংলাপিডিএফ, আমার বই প্রভৃতি সাইট সক্রিয় আছে। আর আমার কাছে মোট ১৩২ জিবিতে প্রায় সাড়ে পাঁচ হাজারের মত বাংলা বই আছে, গত ১২ বছর ধরে আমি ই-বই সংগ্রহ করি। দেখবেন, আমি শেয়ার করলে কি অবস্থা হয়? যদিও মুগ্ধবাংলা যখন পুনরায় শুরু করি, তখন প্রাথমিক ইচ্ছা ছিল, পুরানো বইয়ের জলছবি সরিয়ে ভালো স্ক্যানের বই দেবো, যেটা অন্য সদস্যদের বাধায় আর হয়ে উঠেনি, বরং নিজে নিজে নতুন নতুন বই ই-জগতে আনতে পেরে নিজের একটা স্থান করে নিয়েছি। একবার দেখুন না নিজে নিজে নিজের ব্যান্যারে বই বানিয়ে শেয়ার করে? দেখুন না, আপনার মাথার ঘাম পায়ে ফেলে বানানো বই যখন কেউ তার নিজের সাইটে শেয়ার করে তখন কেমন লাগে? ভালো থাকুন, মুগ্ধবাংলা থেকে দূরে থাকুন।

সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো : গতকাল আর আজকে যে বইটি শেয়ার হয়েছে সেটি অনেক আগে ডাউনলোড করে সিডিউল পোষ্ট দেয়া ছিল। যা অটো পোস্ট হয়ে যায়। এটা সত্য যে আগের বইগুলো ডিলিট করা হয়নি, ডিলিট করলে সার্চ ইঞ্জিনে একটা খারাপ প্রভাব পড়বে তাই ডিলিট করা হয় নি। তবে ভবিষতে আপনাদের বই আর শেয়ার করা হবে না।

এখানে একটা দুঃখ প্রকাশ করে বলতে চাই পুরনো কোন বই সিডিউল পোস্টে থাকলে হয়ত পাবলিশ হতে পারে। তবে আমার চোখে পড়লে আজকের পরের পোস্ট ডিলিট হবে।

এরপর বলুন আমাদের বর্তমান স্ট্রাটেজি কি করা যেতে পারে? বিষয়টা সম্পুর্ণ আপনাদের উপর ছেড়ে দিচ্ছি।


2nd April, 2020 5:56 PM
Pages First 1  2   3   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)