Login Register
সদস্য ব্যান প্রত্যাহার করা হল!

মুগ্ধবাংলার আরও এক সদস্য ব্যান করা হল। এর আগে মুগ্ধবাংলার-দ্বিতীয়-বর্ষ-ও-একটি-দুঃখজনক-ঘোষণা শিরোনামের ঘোষণায় boidownload.com এর যে admin এর সঙ্গে বাক্যালাপের ধারা বিবরণী দেয়া হয়েছিল, বস্তত তাকে সেসময়ই সনাক্ত করা গেলেও তাকে তখনই ব্যান করতে চাইনি ফেসবুক ভেরিফিকেশন সিস্টেম আসার অপেক্ষার কারণে। গত ১৯শে এপ্রিল সফলভাবে ফেসবুক ভেরিফিকেশন এড করার প্রায় সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু সম্মানিত মেম্বার ভেরিফিকেশন কমপ্লিট করে ফেললেও ইনি কিছুতেই ভেরিফিকেশন করছিলেন না। কিন্তু একটু আগে বুঝতে পারলাম তথাকথিত boidownload.com এর admin আমাদের মৌন সদস্য Juena ভেরিফিকেশন কমপ্লিট করেছেন আর তাই সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হল। এর ফলে এখন একই সঙ্গে তার মুগ্ধবাংলা অ্যাকাউন্ট ও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট দুটোই ব্লক হল। কীভাবে ওকে সনাক্ত করলাম? উপরের ছবিতেই স্পষ্ট যে শারদীয় মুগ্ধবাংলা ১৪২৬ যারা ডাউনলোড করেছিলেন, তাদের মধ্যে একজন Juena । আর উনার সাইটে পাওয়া শারদীয় মুগ্ধবাংলা ১৪২৬ এর কমিকসের মধ্যে একমাত্র অরিজিনাল নাভীশা কমিকসটা (যেটা উনার সাইটে পাওয়া)এখান থেকে উনিই ডাউনলোড করে শেয়ার করেছেন। সুতরাং...



পুনশ্চঃ আপাতত Juena এবং bahar9999bk@gmail.com দুজনেরই ব্যান প্রত্যাহার করা হয়েছে, তবে তাদের দুজনকে একমাসের জন্য ডাউনলোড রেস্ট্রিকশনে রাখা হয়েছে। অর্থাৎ এই একমাস দুজনের কেউ লগিন ক্রেডিট পাবেন না এবং কোনও ফাইল ডাউনলোডও করতে পারবেন না।

3rd May, 2020 8:42 AM, Last Edit by banglamax on 7th May, 2020 1:06 PM
Comments
#1

জেনে খুবই আনন্দিত হলাম যে একজন বইচোর ধরা পড়েছে! ধন্যবাদ এমন সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য!


4th May, 2020 12:48 AM
#2

@banglamax ভাই,আপনি যে একাউন্টটি ব্যান করেছেন সেটার সাথে লিংকন্ড ফেইসবুক আইডিটা banglapdf সাইটের কোনো মডারেটরকে দেয়ার জন্য অনুরোধ করছি।সেখানে আপনার মতো আরো অনেক আপলোডার প্রতিদিনই চুরির শিকার হচ্ছে।গত একবছর ধরে বাংলাপিডিএফ সাইটের এডমিন বই-চুরটাকে ধরার চেষ্টা করছেন।কিন্তু মেম্বার অনেক বেশি হওয়ায় কাজটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে।


4th May, 2020 4:51 PM Last Edit by Herry_Potter on 10th May, 2020 4:36 AM
#3

@Herry_Potter, ভালো কথা বলেছেন। বাংলাপিডিএফ এ কি ফেসবুক লগিন ব্যবহার হয়? তা না হলে তো ওই আইডি কোনো কাজে দেবে না।


4th May, 2020 5:41 PM
#4

Banglapdf not using any fb plugin right now, but the username of the suspect person could be same in both forum!! That's why it must be shared dada.


4th May, 2020 11:32 AM
#5

ফেইসবুক লগইন ব্যবহার হয় না,তবে প্রতিটি একাউন্ট খোলার সময় ইমেইল দিয়ে ভ্যারিফিকেশন করতে হয়।অথবা যদি এমন কোনো ফেইসবুক একাউন্ট দিতে হয় যার সাথে কোনো ইমেইল লিংকড আছে।মূলত বাংলাপিডিএফ এ প্রতিটি একাউন্টটের সাথে একটি করে ইমেইল কানেক্টেড থাকে।আপনি যে একাউন্টটি ব্যান করেছেন সেটার সাথে কি কোনো ইমেইল লিংকড আছে?থাকলে সেটাও বাংলাপিডিএফ এর এডমিনকে জানানোর জন্য অনুরোধ করছি।


5th May, 2020 2:07 AM Last Edit by Herry_Potter on 5th May, 2020 2:08 AM
Pages First 1  2   3   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)