ইন্টারনেট জগতে আমার আগমণ সেই ২০০৩ সালে। পড়াশোনা শিকেয় তুলে সাইবার ক্যাফে থেকে ১০-১২কেবিপিএস স্পীডে ঘন্টার পর ঘন্টা নেট সার্ফ করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। তারপর হাতে এল মোবাইল ইন্টারনেট পরিসেবা। ঘরে বসে, শুয়ে নেট সার্ফ করতে করতে একের পর এক সাইট দেখে দেখে, তাদের সীমিত ক্ষমতা সীমিত কন্টেন্ট দেখে মন ভরত না। আরও বেশি আরও বেশি কিছু চাইতে চাইতে কখন যে সাইট বানানোর আকাঙ্ক্ষা মনের মধ্যে গেঁথে গেল, বুঝতেই পারলাম না। কিন্তু সেসময় ওয়েবসাইট বানানোর জন্য খুব বেশি বিকল্প ছিল না। ফলে ঝুঁকলাম মোবাইল সাইটের দিকে। GAMAWAP.IN (এখন আর নেই) বলে একটা সাইটে রেজিস্টার করতে গিয়ে ধাক্কা খেলাম। ইমেল আইডি লাগবে। অথচ যে ইমেল আইডিটা আমার সবখানে ব্যবহার করি, সেটা ওইসব সাইটে ব্যবহার করা চলে না, এমনকি নিজের নামটাও না, কারণ তাতে সামাজিক অবস্থান প্রভাবিত হতে পারে। ফলতঃ আমার banglamax ছদ্মনাম ধারণ ও নিজের নামটাকে লুকিয়ে রাখার প্রচেষ্টা। ওভাবেই বছর দুয়েক কাটানোর পর হঠাৎ করেই মাথার মধ্যে ঢুকল টিনটিন কমিকস সংগ্রহের নেশা। ছোট থেকেই টিনটিনের একাধিক গল্পের দু-চারটে পাতা পড়া থাকলেও পুরো টিনটিনের কোনও গল্পই পড়া ছিল না আমার। গুগলে সার্চ করতে করতে পনেরো বা কুড়ি পাতার পর একটা লিঙ্কে ঢুকে দেখি টিনটিনের পুরো সিরিজ---অবশ্য ইংরেজীতে। তাই সই, কিন্তু ডাউনলোড করতে তারা দিচ্ছে না, রেজিস্টার করতে হবে। সদস্য হতে হবে। সাইটটার নাম--Amaderforum ! ইন্টারনেট জগতের সব পেয়েছির স্থান তখন এই সাইটটা। কি নেই তাতে? আর কয়েক হাজার সদস্য তাদের। কিন্তু নিয়মের ব্যাপারে তাদের খুব কড়াকড়ি। প্রচুর একটিভ মডারেটর। বার দুয়েক ওয়ার্নিংও পেয়েছিলাম বহু পুরানো পোস্টের লিঙ্ক আপডেটের অনুরোধ জানিয়ে। সারা বিশ্বে ওদের সদস্য, অথচ, বাংলার সেরকম কোনও কন্টেন্ট নেই বললেই চলে। সেখানেই প্রায় এক বছর পরে পেলাম তিব্বতে টিনটিন, আমেরিকায় টিনটিন। এখন আর ভারতে ওই সাইট একসেস করা যায় না। তাই বহুকাল ওখানে লগ ইন করতে পারিনি।
এর কিছুদিন পরেই খুজে পেলাম doridro.com, murchona.com । দরিদ্র ডট কম খুব একটা পছন্দ না হলেও মুর্ছনা ছিল আমার প্রিয় সাইট (মুগ্ধবাংলা নামকরণের আইডিয়া মুর্ছনার ম অক্ষর থেকে আসে)।কারণ সেটাই ছিল বাংলা বইয়ের জগতের ধ্রুবতারা। প্রায় হাজারের উপর ভারতীয় বাংলা ও বাংলাদেশী বইয়ের কালেকশন। ২০-২৫কেবিপিএসে ডাউনলোড করতে শুরু করলে মাসাধিক লেগে যেত তাদের সব বই পেতে। কিন্তু তখনই (২০০৭-২০০৮ সালের দিকে) ভারতে ইন্টারনেটে ব্রডব্যান্ড সবখানে চলে এল। সাড়ে সাত ঘন্টায় মুর্ছনার সব বই ডাউনলোড করে ফেললাম, কিন্তু সব বই পড়ে উঠতে পারিনি আজও।
এরপর পেলাম nirjonadda.com আর boiRboi.net কে বাংলাদেশের সদস্যদের নিজস্ব ফোরাম ও ব্লগ। তবে nirjonadda পরে nirmoladda হয়ে ফিরে এলেও boiRboi তিন চার মাসের বেশি একসেস করতে পারিনি। তারা হঠাত করে এসে হঠাত করেই চলে গেল। boiRboi এত ঝকঝকে কোয়ালিটির ভালো ভালো আর রেয়ার বই দিত, যে সারাদিন ডাউনলোড করেও শেষ করতে পারতাম না। কিন্তু তারা কেন চলে গেল, অনেক পরে বুঝলাম। সাইট চালানোর জন্য যথেষ্ট অর্থ তারা সংগ্রহ করে উঠতে পারেনি। সেসময় ডোমেন ও সার্ভার খরচ প্রায় তিন হাজার টাকার উপরে, মানে প্রায় ৬০ডলার, আর তারা পে-পার-ডাউনলোড ফাইলহোস্টের বদলে তাদের ফাইলগুলি মিডিয়াফায়ার আর ড্রপবক্সে রাখত, যাতে ইনেকটিভ ফাইল ডিলিট না হয়ে যায়। ফলে ডাউনলোড থেকে তাদের ইনকাম ছিল শূণ্য।
প্রায় একই সময় হাতে পেলাম bengalidownload.com-কে। এই সাইটটা এখনো টিকে আছে আর বহাল তবিয়তে তার কারণ, এদের স্ট্রিক্ট নিয়ম-কানুন আর ব্যানিং পলিসি। কিরকম? সাধারণ সদস্য সহজে কোনও ফাইল ডাউনলোড করতে পারবে না, নির্দিষ্ট পোষ্ট কাউন্ট ছাড়া। নতুন টপিকে কোনও পে-পার-ডাউনলোড সাইটের ফাইল লিঙ্ক দিতে পারবে না, দিতে চাইলে আগে ডোনার মেম্বার হতে হবে। এছাড়াও আরো অনেক আইন। এই নিয়ে এক মডারেটরের সঙ্গে আত্মপক্ষ সমর্থনে একটু তর্ক হয়, আর তারা আমাকে সঙ্গে সঙ্গে ব্যান করে দেয়। আজও আমি ওদের লগিন পেজ ও ব্যান মেসেজ ছাড়া আর কিছুই দেখি না।
এতসব কথা কেন বলছি? সম্প্রতি সন্দেহ ও প্রমাণের পরিপ্রেক্ষিতে Juena নামক এর সদস্যকে ব্যান করি, এবং তার পরেও সাইট সফটওয়ারের সামান্য ত্রুটির কারণে সে সাইটে একসেসও পায় এবং প্রতিবাদ জানিয়ে পোস্ট করে তার দীর্ঘ ক্ষোভ উগরে দেন। তিনি যদি সত্যই নির্দোষ হন, তাহলে তার এই ক্ষোভ উচিত এবং সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত যে ভুল তাতে সন্দেহ নেই। কিন্তু যদি দোষী হন, তাহলে? যদিও সেটা যাচাইয়ের আর কোনও সুযোগ নেই, কারণ আসল অপরাধী এখন বহুল সতর্ক আর কোনও ভুল করবেই না, বলাই বাহুল্য! অতঃকিম? উপায় কি? আমার মনে হয়েছে, এইবার কিছু স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া দরকার।
এতগুলো ওয়েবসাইট/ফোরাম/ব্লগের সঙ্গে থাকার পর আমার অভিজ্ঞতা বলে,
১)প্রথম উপায়, বাংলাপিডিএফের মত eboidownload এর মত আন্ডারগ্রাউন্ড সাইটে চলে যাওয়া। আমি মানতে পারছি না, আপনারা কি বলেন?
২)মুগ্ধবাংলাকে ক্লোজ সার্কেলে বন্দী করা, অর্থাৎ পরিচিতজনের সঙ্গেই শেয়ার ও একসেস দেয়া। সম্ভব নয়, কারণ আমি নিজেই ছদ্মবেশী, আর তাছাড়া, ভারতে থেকে বাংলাদেশের মেম্বারদের চেনা অসম্ভব, কারণ তারাও কেউ কেউ সামাজিক প্রয়োজনে ছদ্মবেশ নিতে পারেন। আপনারা কি বলেন?
৩)মুগ্ধবাংলাকে ক্লোজ করে দেয়া। একটা স্বপ্ন, যা দীর্ঘ ষোল বছর ধরে চোখের পাতায় লেগে আছে, সবে একবছর পার করল, তাকে খুন করা? নিজের হাতে? সম্ভব নয়।
৪) পে মোডে চলে যাওয়া। তাহলে তো ভারতের বাইরের সদস্য ও বন্ধুদের হারাতে হয়, কারণ তাদের অনেকেরই ইচ্ছা থাকলেও পে করার উপায় নেই।
আমার আর কোনও বিকল্প জানা নেই। গতকাল Juena-র ক্ষোভ আমাকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করেছে। আর তাই আপাতত Juena-র ব্যানিং তুলে নিয়ে ওর ডাউনলোড রেস্ট্রিকটেড করেছি। সেই সঙ্গে bahar9999bk@gmail.com -এরও ডাউনলোড রেস্ট্রিকটেড করে দিয়েছি। আপাতত ওরা দুজনের কেউই আর এই সাইটের বই তিনমাস ডাউনলোড করতে পারবে না, এবং লগিন ক্রেডিটও পাবে না। তবে এডসাপোর্ট একটিভ রাখলে এড ক্রেডিট জমা করতে পারবেন।ধন্যবাদ।
পুনশ্চঃ বক্তব্য দীর্ঘ হয়ে যাওয়ায় এটুকু লিখতে পারিনি:-
bahar9999bk@gmail.com আর Juena ওদের দুজনকেই এই শাস্তি (একজন দোষ করে অন্যজন বিনাদোষে) কেন পাবে এ প্রশ্ন করবেন না। "নাভীশা" কমিকসটি উনারা দুজনেই ডাউনলোড করেছেন এবং উনাদের দুজনেরই কোনও একজন boidownload.com এর এডমিনের হাতে পৌঁছে দিয়েছেন যাতে সেটি ওখানে শেয়ার করা যায়। নতুন কোনও প্রমাণ পাওয়া পর্যন্ত আপাতত তিনমাস এই ব্যবস্থা বলবৎ থাকবে।
@banglamax ভাই,আমার মনে হচ্ছে মুগ্ধবাংলার দৌড় প্রায় শেষের দিকে,এরকম চলতে থাকলে যে কোনোদিনই আপনার এতদিনের স্বপ্ন একেবারে মাটিতে মিশে যেতে পারে।কিন্তু কিছু করার নেই,এই নিষ্ঠুর পৃথিবী সবসময় খারাপের সঙ্গ দেয়।আমার মনে হয় উপরের একটা অপশনও আপনার মনমতো নয়।পে-মোডে গেলে সাইটের বেশিরভাগ মেম্বারই টা-টা বাই বাই জানিয়ে চলে যাবে,বাংলাদেশিদের কথা না বললেই ভালো,কারণ বাংলাদেশ থেকে পে করার কোনো উপায় নেই।আন্ডারগ্রাউন্ড সাইট চালানো এত সহজ নয়।এই একটা সাইটের সার্ভার খরচ চালাতে আপনি হিমশিম খাচ্ছেন,তারউপর আরো একটা নতুন সাইট খুলতে চাচ্ছেন?নাহ ভাই,উপরের একটা অপশনও আমার মনমতো নয়।এবং আমি নিশ্চিত যে আপনার মনও এই অপশন গুলোর মধ্যে একটাও মেনে নিতে পারছে না।এই পরিস্থিতিতে আমি বলব,ধৈর্য ধরুন।আগামী ৩ মাস আপনি আগের মতোই কমিক্স শেয়ার করতে থাকুন এবং সাইটের প্রত্যেকটা মেম্বারের উপর কড়া নজর রাখুন।এইবার আর কোনো সেকেন্ড চান্স দিবেন না।যাকেই সন্দেহজনক মনে হবে সঙ্গে সঙ্গেই ব্যান করে দিবেন।@Juena'র ব্যাপারটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম।আপনি বলেছিলেন তাকে ব্যান করা হয়েছে।অথচ সে তারই আইডি থেকে একের পর এক কমেন্ট করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে।ব্যাপারটা technical গন্ডগোল ছিল,জেনে আস্বস্ত হলাম।আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিব।কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে দেখবেন।আবারো বলছি,ধৈর্য ধরুন।এবং কড়া নজর রাখুন।
@Herry_Potter, ধন্যবাদ ভাই। আপনার কথা শুনে খুব শান্তি পেলাম মনে। juena কে নিয়ে বিষয়টাতে সিদ্ধান্ত নিতে আমাকে অনেকবার ভাবতে হয়েছে, বিশেষতঃ প্রথমবার ব্যান করার সময় যেরকম ১০০% শিওর ছিলাম, এখানে অতটা ছিলাম না, কিন্তু প্রমাণ অস্বীকার করতে পারিনি। ওকে ব্যান করার পর নিজের অনুভূতি হয়েছিল ঠিক একই রকম যেরকম bengalidownload.com আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে ব্যান করে। তবুও শেষ পর্যন্ত ওদের দুজনেরই ব্যান হঠিয়ে ডাউনলোড রেস্ট্রিক্ট করেছি তিনমাসের জন্য। আজ সারাদিন খুবই বিষন্ন কেটেছে আমার, মুগ্ধবাংলার রেপুটেশন যে প্রশ্নের মুখে তাতে সন্দেহ নেই। তবে আপনার কথায় যে শান্তি পেলাম, নতুন করে অক্সিজেন পেলাম, তাতে সন্দেহ নেই। ধন্যবাদ।
dada bangla boi er soft copy jogoter anyotomo purono pathok hisebe apnar moto amio onek otha porar sakshi..'boirboi' bangla boi soft copy er jogote e natun dhara ene diechhilo.ora pore 'pathagar' hisebe aro bochhor koyek chole kintu tarpor bandho hoye jay...banglatorrent (etar kotha apni jodio mention koren ni) o samvoboto uthe gechhe......
apnar kachhe amar ekta prastab achhe.....
1. site e duto vag thakbe..general o VIP...general section e VIP section er purono boi asbe besh kichu mas pore..VIP access pabe admin der selected kichhu sadosyo...echharao payment kore VIP access paoa jabe kintu sekhetre admin der siddhanto o download restriction thakbe....echharao kono festival upolakshye general member ra sediner jonyo du ekta VIP boi er reading access pabe...erokom kichhu vabte anurodh roilo
onek suvechchha roilo.asha korbo kichu manusher aporadhe sadharan pathok ra banchit hobe na....
ধন্যবাদ som0303 ভাই, Imrann ভাই। আপনাদের দুজনেরই প্রস্তাব আমার খুব ভালো লেগেছে। তবে রিডিংরুম সিস্টেম থাকলেও নতুন এই ভিআইপি পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে সফটওয়ারে প্রচুর চেঞ্জ করতে হবে যা খুবই সময়সাপেক্ষ ব্যাপার। আর সফটওয়ার আপডেট নিয়ে মাথা ঘামাতে গিয়ে অনুবাদে সময় দিতে পারছি না। তাই আপাতত যেমন চালাচ্ছি চালিয়ে যাবো। মাঝে মাঝে একটু আধটু সফটওয়ারে পরিবর্তন করলেও মেজর কোনো পরিবর্তন না করে বরং কমিকসে মন দেবো। আপাতত মুগ্ধবাংলা সমৃদ্ধকরণই আমার প্রথম কাজ। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন।