গত ডিসেম্বর থেকে সাইটের সফটওয়ার আপডেট করার সময় সফটওয়ারে প্রত্যেক ইউজারের এই সাইটে একসেস ট্রাক করার জন্য বিশেষ কিছু মডিফিকেশন আনা হয়। যারা সফটওয়ার স্ক্রিপ্ট সম্বন্ধে ওয়াকিবহাল তারা নিশ্চয় জানেন, এসব ক্ষেত্রে আইপি, কুকিজ, ব্রাউজার ভার্সন, অপারেটিং সিস্টেম ভার্সন প্রভৃতি ইনফরমেশন বাই ডিফল্ট প্রত্যেকটা ব্রাউজার ওয়েবপেজ একসেস করার সময় সার্ভারে পাঠাতে বাধ্য থাকে। আমি এরই ব্যবহার করেছি নতুন সফটওয়ারে। এর দ্বারা কোনো ইউজার সাইট থেকে লগআউট করার পর ফের যদি অন্য অ্যাকাউন্ট থেকে এই সাইটে লগ ইন করে বা আইপি পালটে/ভিপিএন ব্যাবহার করে তাদের বিশেষ ভাবে চিহ্নিত করার ব্যবস্থা করি। এবং অতি আশ্চর্যজনক রেজাল্ট পাই। আজ এই মুহুর্তে মুগ্ধবাংলার রেজিস্টার্ড মেম্বার ২০১ ছুঁলেও তার মধ্যে ইউনিক ইউজার মাত্র ১১০ জন। অর্থাৎ প্রায় ৯০ জন ইউজারের অ্যাকাউন্ট হয় "ইনঅ্যাক্টিভ" নয় "ব্যান হলে পরে কাজে আসবে এরকম"। নতুন সিস্টেমে ধরা পড়েছে, একই ইউজার কীভাবে একাধিক অ্যাকাউন্টে একই আইপি থেকে ঢুকেছেন বা একই মোবাইল/কম্পিউটারে লগ আউট করে অন্য অ্যাকাউন্ট থেকে লগ-ইন করেছেন। আর কয়েকজন তো সাত থেকে আটটি অ্যাকাউন্ট খুলে বসেছেন।
যাই হোক, আজ থেকে সমস্ত ডুপ্লিকেট অ্যাকাউন্ট প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডাউনলোড রেস্ট্রিক্টেড করেছি যাতে সেইসব ইউজার কোনও মতেই এই সাইট থেকে ফাইল ডাউনলোড করতে না পারে। এই একমাসের মধ্যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট খোলার স্বপক্ষে সঠিক কারণ দর্শাতে না পারলে, তাদের ওইসব অ্যাকাউন্ট পারমানেন্টলি ব্যান করা হবে। একই ইউজারের যে অ্যাকাউন্ট রেখে বাকিগুলি রেস্ট্রিক্ট করেছি, সেটি হয় ফেসবুক ভেরিফায়েড নয়ত সবচেয়ে বেশি ক্রেডিট রয়েছে সেই অ্যাকাউন্টে। এইসব ডাউনলোড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের ইউজার নাম গুলি হল নিম্নরুপ:-
sadaq, sandy754, antar-keys.23559,
booklover, S. Kundu, hriditapromila
Chayasorir
sumon, sakib, Rakib
TaufiqAhmed, Taufiq Ahmed, Taufiq
shamsuddinilyasshah1@gmail.com,
Shamsuddinilyasshah1@gmail.com
BlancaDaf, WhitneyCap, MelissaTinny,
Karenvah, Donnaloure, Debraboask,
AileenMaids, Dorothydieme,
Tintin neo
JaimeNeiva, Wandakal, MamieFeaph, JoyceEnalt, Lindsynob, AuroraDiz, ShannaJah, PamelasaX
Karenuticy, Cherylarisp
OraliaEmpix, Reneegek, BethanyglurA, Vickisearo, Cynthiainora, Candicevop,
PaulineTieve,MaurineNax, JoannRop
Susanquich, EmilyCak, MarleneHib
Kathrynrok, BarbaraHonna, Ramonaapomy,
NancyNousy, EthylUrica
fahad
LynetteSnush, Alisonjef,Hazelnog, Mabelodopy, Kathrynedits, Cindyles, KylieSor, AmandaUrisa
ruholamin12
pathfinder,boidownload
Franabs
MericaTit, CarmenDanty, Ireneinvax, MarieHig, AprilFal, Angiefearm, ImogeneSatte, BrendaHog
RIju#18
Tintin@123, Tintio
imran84@gmail.com
Mithu
Bookcrank
এদের প্রত্যেকের ইনবক্সে মেসেজ চলে গেছে, সেই সঙ্গে নোটিশও। কিন্তু যদি এমন কেউ এই লিস্টে থেকে থাকেন, যিনি মেসেজ পাননি, তার মানে তাঁর নাম ভুলবশত এখানে কপি-পেস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে তাঁকে কিছুই করতে হবে না।
যদি কোনো ইউজার এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টগুলির মধ্যে কোনও অ্যাকাউন্ট রেখে তার ডাউনলোড রেস্ট্রিক্টেড করা নেই এমন কোনও অ্যাকাউন্ট রাখতে চান, তো সেটাও সেই মেসেজে উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে তার ইচ্ছানুসারে যে অ্যাকাউন্টটি রাখতে চান, সেটাই রাখতে দেবো, কিন্তু ইউজার পিছু একটি অ্যাকাউন্টই রাখতে দেয়া হবে। যে অ্যাকাউন্টগুলি বাদ দেয়া হবে, সে অ্যাকাউন্টের ক্রেডিট কিন্তু ফেরত দেয়া হবে না বা অন্য অ্যাকাউন্টে পাঠানো হবে না।
আরেকটি কার্যকরী পদক্ষেপ! আশা করি যাদের ২ একাউন্ট আছে তারাও এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে।