Login Register
পাসওয়ার্ড ভুলে গেলে...

সম্প্রতি আমাদের একজন ইউজার পাসওয়ার্ড ভুলে গেছেন বলে মেল করেছিলেন, কী করা যায় জানার জন্য। মুগ্ধবাংলার সকল সদস্য অবশ্য আগেই জানেন, এই সাইটে এখনও পর্যন্ত পাসওয়ার্ড রিকভারি সিস্টেম নেই। আসলে, মুগ্ধবাংলার সার্ভার থেকে প্রথম থেকেই ই-মেল পাঠানো যাচ্ছিল না। এই কারণেই ইমেল ভেরিফিকেশনের মত কোনো সুবিধা এই সাইটে আগে ছিল না। সেজন্য ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেটের মত সুবিধা এই সাইটে দেয়া যায়নি। তবে কিছুদিন আগে সার্ভার অপারেটিং সিস্টেমের আপগ্রেডের ফলে বর্তমানে ইমেল সিস্টেম কাজ করছে, সেই সঙ্গে ফেসবুক লগিন সিস্টেমও ইমপ্লিমেন্ট করা গেছে। তাই ঠিক করেছি, এই মুহুর্তে আর ইমেল ভেরিফিকেশন সিস্টেম চালু করে পাসওয়ার্ড রিকভারি না করে বরং, ফেসবুক লগিন সিস্টেম ব্যবহার করে পাসওয়ার্ড রিকভারি করাটা বেশি সহজ, কারণ এতে ডেটাবেসে অতিরিক্ত কিছু পরিবর্তন করতে হবে না। তাছাড়া, মুগ্ধবাংলার সদস্যদের এই সাইট থেকে ফাইল ডাউনলোড করার জন্য আবশ্যিক শর্ত হল অ্যাকাউন্ট ফেসবুক ভেরিফায়েড হতে হবে। আর কেউ যদি ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার পর পাসওয়ার্ড ভুলে যান, এই সিস্টেমে তিনি তার ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন, তাকে আর অ্যাকাউন্টটি হারাতে হবে না। তাই যদি আপনি এখনও আপনার অ্যাকাউন্ট ফেসবুক দ্বারা ভেরিফাই না করে থাকেন, তবে এখনই তা করে ফেলুন।

ফেসবুকের মাধ্যমে কীভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন? আবশ্যিক শর্ত-আপনার অ্যাকাউন্টটি ফেসবুক ভেরিফায়েড হতে হবে।
প্রথমে লগিন পেজে যান->তিনবার পাসওয়ার্ড দ্বারা ভুল লগিন হলেই আপনি "Forgot Password? Login via Facebook and Reset" লিঙ্কটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি ফেসবুক অ্যাকাউন্ট পেজে চলে যাবেন যেখানে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল ডেটা একসেসের জন্য মুগ্ধবাংলাকে অনুমতি প্রদান করতে হবে। (তবে যেহেতু আপনি আগেই একবার মুগ্ধবাংলাকে এই অনুমতি দিয়ে রেখেছেন এবং ফেসবুক তা মনে রেখেছে, তাই হয়ত আপনি এটা নাও দেখতে পারেন এবং সরাসরি মুগ্ধবাংলায় আবার ফেরত আসতে পারেন।) এর ফলে আমরা আপনার ইউনিক ফেসবুক আইডি, তার ফেসবুকে দেয়া সম্পুর্ণ নাম এবং ফেসবুকের সঙ্গে সংযুক্ত ইমেল অ্যাড্রেস (যদি দেয়া থাকে) পাবো। এরপর ফেসবুক আপনাকে সরাসরি মুগ্ধবাংলা সাইটে ফেরত পাঠাবে, এখানে আমরা আপনার ফেসবুক আইডি আমাদের ডেটাবেসে আছে কিনা দেখে নিয়ে আপনাকে সরাসরি লগিন করিয়ে নেবো (যদি ওই আইডি আগেই ফেসবুক ভেরিফিকেশন করে থাকে) এবং আপনি সরাসরি পাসওয়ার্ড পরিবর্তনের পেজে চলে যাবেন। সেখানে আপনি ইচ্ছে মত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ।

24th May, 2020 10:33 AM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)