Login Register
সদস্য রেস্ট্রিকশন প্রত্যাহার করা হল!

গতমাসে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির বিবেচনা করে Juena এবং bahar9999bk@gmail.com ওদের দুজনেকেই প্রথমে ব্যান করা হয়েছিল, পরে সেই ব্যান প্রত্যাহার করা হয়েছিল বটে, কিন্তু এযাবৎ তাদের দুজনকে ডাউনলোড রেস্ট্রিকশনে রাখা হয়েছিল। সেই সময় আজ শেষ হওয়ায় তাদের দুজনেরই ডাউনলোড রেস্ট্রিকশন তুলে দেওয়া হল। এখন থেকে তারা দুজন বাকি সকল ফেসবুক ভেরিফায়েড মেম্বারের মতই ডাউনলোড করা যাবে।


সেইসঙ্গে সকল সদস্যদের এও জানিয়ে দিচ্ছি যে, কোনও সদস্য যদি মুগ্ধবাংলার ক্রেডিটযুক্ত ই-বই অন্যত্র শেয়ার করেন, এবং তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যায়, তো তিনি সঙ্গে সঙ্গেই এই সাইট থেকে ব্যান হয়ে যাবেন দ্বিতীয় কোনো সুযোগ তাকে আর দেয়া হবে না। ইতিপূর্বে প্রমাণিত যে সেই কাজে বর্তমানের ভেরিফায়েড মেম্বারদের কেউ কেউ যুক্ত আছেন। তাদের এই শেষবার সাবধান করে দিচ্ছি। এরপর মুগ্ধবাংলার ক্রেডিটযুক্ত বই অন্য কোথাও শেয়ার হলে আমাদেরকে কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হবেই এবং তা মুগ্ধবাংলাকে বাঁচিয়ে রাখার স্বার্থেই।

3rd June, 2020 4:50 PM
Comments
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)