Login Register
শেষ মুহুর্ত আগতপ্রায় : শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৭

শারদীয় মুগ্ধবাংলা ১৪২৭ এর আগমণবার্তা গত এপ্রিল মাসে দেওয়ার পর আজ প্রায় চার মাস কেটে গেছে। এরই মধ্যে আমি বেশ কয়েকজনের সাড়া পেয়েছি, আশা করছি পয়লা সেপ্টেম্বরের যে চুড়ান্ত সময়সীমা দিয়েছিলাম, এই বিশেষ সংখ্যাতে অংশগ্রহণ করার জন্য লেখা/সৃষ্টি জমা দেওয়ার, তার আগেই আরও কয়েকজনের সাড়া পাবো। তবে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, তাতে আমাদের ধার্য লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি! বলাই বাহুল্য, গতবারের ২০৫ পাতাকে বাড়িয়ে এইবারে ৪৫০-৫০০ পাতায় যেতে আমরা পারিনি! কারণ, এখনও পর্যন্ত, আমাদের দুজনের কেউই উপন্যাস লিখতে শুরু করলেও শেষ করতে পারিনি। যার কারণে, কোনও উপন্যাস এতে এবার হয়ত আসবে না! (পূজাবার্ষিকীর উপন্যাস ধারাবাহিকভাবে দেবার ঘোর বিরোধী আমি।) হয়ত, এই জন্যই বললাম, যে, আরও পাঁচদিন হাতে আছে, আশা করছি, কেউ হয়ত এই বিষয়ে এগিয়ে আসবেন। বন্ধু Herry_Potter একটি উপন্যাস শুরু করেছিলেন অনেকদিন আগেই, কিন্তু সময়াভাবে সেটা এখানে শেষ করেননি এখনও।
গতবার যেমন, শারদীয় মুগ্ধবাংলার একটি DEMO প্রকাশ করেছিলাম, ইচ্ছে আছে, এইবারেও একটি ডেমো প্রকাশ করব, তবে তা অবশ্যই দোসরা সেপ্টেম্বরের পরে। এখনও পর্যন্ত যে সূচী ঠিক হয়েছে, তা নিম্নরূপঃ-

ছোটগল্প----
প্যান্ডেমিক - Muhammad Tarik Saifullah -(২ পাতা)

কবিতা ----
ভোজ - Biswadeep Purkayastha(আশা করি সম্পূর্ণ কবিতাটি খুব শীঘ্রই পৌছে যাবে!)-(২? পাতা)

কমিকস----
১)ফুলন দেবী# - Arijit Podder -(আন্দাজ ৫০ পাতা)

২) সামুদ্রিয়া ২ - পতন# - শরদিন্দু প্রামাণিক (~৮০ পাতা)

৩) ভ্যালেরিয়ান ও লরেলাইন ০২ সহস্র গ্রহের সাম্রাজ্য# - শরদিন্দু প্রামাণিক (~৪৮/৫০ পাতা)
৪)সমুদ্রসন্ধানী জনের চার অভিযান ০১ জল (~৫০ পাতা)

৫) শ্লোক-১ বিস্মৃত দ্বীপ (~৫০ পাতা)


নাভীশা ০২ কমিকসটিতে প্রচুর ছবি এডিট করতে বাকি থাকায় বুঝতে পারছি না, এটা এই শারদীয়া সংখ্যায় দিতে পারব কিনা। আপ্রাণ চেষ্টা করব দেবার। বাকিটা উপরওলার হাতে।

উপরের হিসাব দেখে স্পষ্ট যে, মোট ২৮৪ পাতা অবধি আমরা পৌঁছতে পেরেছি। এর পর সম্পাদকীয়, প্রছদ, সূচীপত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে আরও খান ৫-৬য়েক পাতা থাকবে। তবে ৩০০ পার বোধ হয় এইবার করতে পারলাম না। তবে শরদিন্দু আরও একটি কমিকস দেবার চেষ্টা করবে বলেছে। কিন্তু তাতেও ৪০০র গন্ডী পার হবে না, এই যা!


সবশেষে, এডমিন প্যানেল থেকে দেখতে পাচ্ছি, শারদীয়া পত্রিকার জন্য ব্যস্ত থাকায়, নতুন পোস্ট দিতে পারছি না বলে, অনেকেই লগিন করা ছেড়ে দিয়েছেন, ফলে এখনও পর্যন্ত মাত্র ১৫-১৬ জনের ক্রেডিট ব্যালান্স ৩০০ পার করেছে। বাকীরা কি অন্য কোথাও হতে বিনা ক্রেডিটে এই কমিকসগুলি ডাউনলোড করার অপেক্ষায় আছেন? এইবার সে সুযোগ থাকবে না, কারণ এইবার শারদীয়া মুগ্ধবাংলা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে, যা ক্র্যাক করা স্বয়ং আমার পক্ষেও সম্ভব হবে না, কারণ, সেটা আমি নষ্ট করে ফেলব। আর কেউ যদি, সেটা ক্রাক করতে পারেন, কথা দিচ্ছি, হয় তাকে মুগ্ধবাংলার পার্টনার করে নেবো, যেমন শরদিন্দু রয়েছে, নয়ত সাইট বন্ধ করে দেবো।

25th August, 2020 6:01 PM, Last Edit by banglamax on 25th August, 2020 6:05 PM
Comments
#1

বাকি পেজগুলি দিলাম। দয়া করে একবার দেখুন তো সব ঠিক আছে নাকি।


26th August, 2020 2:09 AM
#3

নিজের কোনো গুনই নেয়, মাকাল ফল যাকে বলে। তাই শারদীয় ১৪২৭-র মাঝেও অংশগ্রহণ করতে পারলামনা।:(


27th August, 2020 2:23 PM
#4

না না, অমন ভাববেন না, এখনও শারদীয় সংখ্যা প্রকাশিত হয়নি, তাই সুযোগ এখনো আছে! চেষ্টা করেই দেখুন না। পয়লা সেপ্টেম্বর লেখা জমা দেয়ার শেষ দিন হলেও, মহালয়া এখনো ১৫-১৬ দিন দূরে। যদি কিছু দিতে পারেন, মেসেজ করে দেবেন, সব কিছু প্রস্তুত করেও আমি শেষ মুহুর্তের জন্য অবশ্যই অপেক্ষা করব!


27th August, 2020 3:56 PM
#5

৩০০ ক্রেডিট হয়ে গেল। এখন অধীর আগ্রহ নিয়ে শারদীয়ার অপেক্ষা করছি।


28th August, 2020 11:51 AM
Pages First 1  2   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)