Login Register
আপগ্রেড টাইম! দয়া করে সকলেই পড়বেন!

মুগ্ধবাংলার সকল সদস্যদের বড়দিনের শুভেচ্ছা ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই! ২০২০ সালের যে সকল লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছেছি, এবং আরও যে সকল লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ইচ্ছা রয়েছে, সেগুলি সফল করার উদ্দেশ্য নিয়ে আরও একবার আমরা মুগ্ধবাংলার সফটওয়ার আপগ্রেড করার পরিকল্পনা করেছি। সেইমতো আগামী ৩০শে ডিসেম্বর বেলা ২টো থেকে মুগ্ধবাংলার ক্রেডিট সিস্টেম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে সমগ্র আপগ্রেড প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। সমস্ত বিষয়টি যাতে আশানুরুপ হয়, তার জন্য একাধিকবার ডেটাবেস রিস্টোর করা হতে পারে যার জন্য সাইটের পেজ নাও খুলতে পারে। এছাড়াও, সমগ্র সাইটের সকল সুবিধা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য সাইটের বর্তমান কন্টেন্ট (যেমন টপিক, কমেন্ট, ক্রেডিট, মেসেজ ইত্যাদিতে) পরিবর্তিত হতে পারে, তবে সকল পরীক্ষানিরীক্ষা ঠিকঠাক হয়ে গেলে আসল ডেটাবেস রিস্টোর করা হবে। যদি কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তাহলে আগামী পয়লা জানুয়ারি সাইটটি হয়ত আবারও চালু হয়ে যাবে। যদিও আমরা ২রা জানুয়ারি বিকেল ৪টের আগে ক্রেডিট সিস্টেম চালু করবো না, ঠিক করে নিয়েছি। মুগ্ধবাংলার বর্তমান সফটওয়ারটির ত্রুটি সংশোধন ও বেশ কয়েকটি নতুন ফিচার আনার জন্য এই আপগ্রেডটি অনিবার্য হয়ে পড়েছে। আগামী দিনে আমরা মুগ্ধবাংলাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সদস্যদের কাছে এই তিন-চারটি দিন সময় চেয়ে নিচ্ছি। আশা করি সকল সদস্য আমাদের সঙ্গে সহযোগীতা করবেন এবং আগামী ৩০শে ডিসেম্বর ২০২০ বেলা ২টো থেকে ২রা জানুয়ারি ২০২১ বেলা ৪টে পর্যন্ত এই সাইটে প্রবেশ করবেন না। এছাড়াও সকল সদস্যদের প্রতি বিনীত নিবেদন, আপনারা আপনাদের অ্যাকাউন্টের ক্রেডিট শীটের একটি কপি বা স্ক্রীণ শট নিজেদের কাছে সংগ্রহ করে রেখে দিন, যাতে কোনোও ভুল হলে সেটি সহজেই সংশোধন করা সম্ভবপর হয়। সকলকে অজস্র ধন্যবাদ।

29th December, 2020 2:43 PM
Comments
#1

আপাতত সাইটের নতুন ভার্সনের ঠিকঠাক কাজ করার জন্য যে যে পরিবর্তনগুলি অপরিহার্য, সেগুলি করা হয়ে গেছে। এখন থেকে অনলাইন রিডিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মেসেজিং সিস্টেম পুনর্গঠনের কাজ চলছে, সম্পূর্ণ হলেই সেটাও চালু হয়ে যাবে। ক্রেডিট সিস্টেম চালু করেছি, ঠিকঠাক কাজ করছে কিনা, বুঝতে পারছি না, আশা করি ঠিকঠাকই চলছে। এবারের ভার্সনে নতুন ফিচার্সগুলি এখনো পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। এডসাপোর্ট আপাতত চালু বন্ধ করা যাবে না, তবে খুব তাড়াতাড়িই সেটার ব্যবস্থা ব্যবস্থা করছি। সবচেয়ে বড় যে পরিবর্তন, তা হল, এবার থেকে আগে ফেসবুক ভেরিফিকেশন করে তবেই রেজিস্টার করা যাবে। অনেকেই দেখছি, রেজিস্টার করছেন, তবে ফেসবুক ভেরিফিকেশন করছেন না, সেটা এখন থেকে আর হবে না। আগে যারা রেজিস্টার করেছিলেন, ভেরিফিকেশন করেননি, তারা আর ভেরিফিকেশনের সুযোগ পাবেন না। এছাড়া, ফ্রড ইউজার ধরার নতুন সিস্টেম লাগিয়েছি। কাছাকাছি বা একই আইপি থেকে যারা লগিন করছেন বা প্রক্সি/ভিপিএন ব্যবহার করছেন, তাদের মার্ক করতে শুরু করে দিয়েছে এই সিস্টেম। আর কিছুদিন পরে ওদের একে একে ব্যান করে দেবো। আপাতত কিছুদিন লাইভ আপডেট চলবে। তারপর আপগ্রেড সম্পুর্ণ হয়ে গেলেই ঘোষণা করে দেবো।


2nd January, 2021 3:08 PM
#2

Credit system কাজ করছে।


3rd January, 2021 2:25 PM
#3

ধন্যবাদ।


3rd January, 2021 5:36 PM
#4

banglamax's Quote:
আপাতত সাইটের নতুন ভার্সনের ঠিকঠাক কাজ করার জন্য যে যে পরিবর্তনগুলি অপরিহার্য, সেগুলি করা হয়ে গেছে। এখন থেকে অনলাইন রিডিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মেসেজিং সিস্টেম পুনর্গঠনের কাজ চলছে, সম্পূর্ণ হলেই সেটাও চালু হয়ে যাবে। ক্রেডিট সিস্টেম চালু করেছি, ঠিকঠাক কাজ করছে কিনা, বুঝতে পারছি না, আশা করি ঠিকঠাকই চলছে। এবারের ভার্সনে নতুন ফিচার্সগুলি এখনো পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। এডসাপোর্ট আপাতত চালু বন্ধ করা যাবে না, তবে খুব তাড়াতাড়িই সেটার ব্যবস্থা ব্যবস্থা করছি। সবচেয়ে বড় যে পরিবর্তন, তা হল, এবার থেকে আগে ফেসবুক ভেরিফিকেশন করে তবেই রেজিস্টার করা যাবে। অনেকেই দেখছি, রেজিস্টার করছেন, তবে ফেসবুক ভেরিফিকেশন করছেন না, সেটা এখন থেকে আর হবে না। আগে যারা রেজিস্টার করেছিলেন, ভেরিফিকেশন করেননি, তারা আর ভেরিফিকেশনের সুযোগ পাবেন না। এছাড়া, ফ্রড ইউজার ধরার নতুন সিস্টেম লাগিয়েছি। কাছাকাছি বা একই আইপি থেকে যারা লগিন করছেন বা প্রক্সি/ভিপিএন ব্যবহার করছেন, তাদের মার্ক করতে শুরু করে দিয়েছে এই সিস্টেম। আর কিছুদিন পরে ওদের একে একে ব্যান করে দেবো। আপাতত কিছুদিন লাইভ আপডেট চলবে। তারপর আপগ্রেড সম্পুর্ণ হয়ে গেলেই ঘোষণা করে দেবো।
আমি এই ব্লগের নুতন সদস্য। আমি fb ভেরিফিকেশন করিয়েছি। কিন্তু তবুও কোনো ফাইল ডাউনলোড করতে পারছি না। প্রটেক্টেড দেখাচ্ছে।


8th January, 2021 10:20 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)