Login Register
মুগ্ধবাংলার নতুন রিডিং রুম

মুগ্ধবাংলার সকল সদস্যকে নতুন বছরে আমার পক্ষ থেকে উপহার মুগ্ধবাংলার নতুন রিডিং-রুম। একই সঙ্গে অনেকগুলো কমিকসের এপিসোড অনুবাদের কাজ চালালেও সবগুলিকে খুব তাড়াতাড়ি বই আকারে বের করার কাজে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় ছবির মধ্যের লেখাগুলিকে এডিট করা। কাজটা অত্যন্ত কঠিন হলেও সাধ্যমত নয়নাভিরাম করতে চেষ্টা করি। সে যাই হোক, কি কি কমিকস অনুবাদ করছি, বা কতটা অনুবাদ হল, তা পাঠকদের কাছে তৎক্ষণাৎ উপস্থিত করার জন্য অনলাইন বই পড়ার সিস্টেমটা গত বছর চালু করি। কিন্তু প্রতিবারই একেকটা পাতা অনুবাদের পর তা আপলোড করা কিঞ্চিত কষ্টকর হয়ে দাঁড়ায়। তাছাড়া, প্রতিটা পাতা সার্ভারের মূল্যবান স্পেশ দখল করে নিচ্ছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য এইবার মুগ্ধবাংলায় এই রিডিং-রুমটাকে নতুন করে বানালাম। এইবার বইয়ের পেজগুলি সরাসরি গুগলের পাবলিক ফোল্ডার থেকে ফেচ করে সাইটে দেখাবে। ফলে যেমন হাই কোয়ালিটির পেজ আপলোডের সমস্যা হবে না, তেমনই আমরা একাধিক এপিসোড নিয়ে কাজ করতে পারব এবং একসঙ্গে একাধিক ব্যক্তি একই সিরিজের ভিন্ন ভিন্ন এপিসোড অনুবাদ করতে পারবে।ফলে আমরা মুগ্ধবাংলাবাসীরা অনেক বেশি বেশি কমিকস অনুবাদ ও শেয়ার করতে পারব। আশা করি বিষয়টা সবাইকে অনুবাদের কাজে অগ্রসর হতে উৎসাহ দেবে। আর একটি কথা, রিডিং রুমের কাজ এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি, চেষ্টা করছি, কমেন্ট ও এডিট সহ একাধিক গুরুত্বপূর্ণ সুবিধাগুলি এই সপ্তাহেই শেষ করে সামনে সপ্তাহ থেকে নতুন উদ্যমে অনুবাদের কাজ শুরু করবো। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

26th January, 2021 8:18 AM
Comments
#1

খুবই ভাল উদ্যোগ। তবে একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করলে নতুন ফিচারটি কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে খুব সুবিধে হয়। আপনারা নিশ্চই ভাবনা চিন্তা করেই নতুন ফিচার যোগ করছেন যাতে পাঠক বৃন্দ উপকৃত হয়। আপনারা চালিয়ে যান আমরা সর্বতঃ পাশে আছি।


28th January, 2021 6:50 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)