Login Register
শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৮ সদস্যদের অনুরোধ

যেমনটা আপনারা অবগত আছেন, বিগত দুই বছরের পর আরও একবার আমরা শারদীয়া মুগ্ধবাংলা প্রকাশের উদ্যোগ নিয়েছি। আগের বার মুগ্ধবাংলার ডেমো প্রকাশের পর কয়েকজন সূচীপত্র ও আনুষঙ্গিক ডিজাইন/ অলঙ্করণ নিয়ে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। বস্তুত, কমিকস অনুবাদ করতে করতে পত্রিকা প্রকাশের সময় ডিজাইন বা অলঙ্করণ নিয়ে ভাবনা চিন্তার খুব একটা অবকাশ পাই না, ওই বিষয়ে পেশাদারিত্বের অভাবও রয়েছে আমার। অনেক সময় ইচ্ছা থাকলেও অলঙ্করণ করতে গিয়ে সঠিক কৌশল না জানা থাকায় পেরে উঠি না বলে কোনওরকমে দায়সারা কাজ করে দিই। অস্বীকার করব না, এতে আমার সামান্য অনীহাও রয়েছে। তাই ভাল হয়, যদি আপনারা কেউ এই আগ্রহী হয়ে এই গুরু দায়িত্ব যদি নেন, তো অনেক উপকার হয়।

আপনাদের কাছে চাইছি -
প্রথমত, একটি প্রচ্ছদ, বিগত বছরে একবার "সুনীল আকাশের দৃশ্য" ও একবার "কাশ ফুলের ছবি" দিয়ে প্রচ্ছদ বানিয়েছিলাম। দুটো ছবিই গুগল থেকে সংগ্রহ করে এডিট করে বানানো হয়েছিল। পুজো-পুজো গন্ধ লাগে, এমন যে কোনো ছবি দিয়েই প্রচ্ছদ বানানো যেতে পারে। ছবির উপর শিরোনামে "শারদীয় মুগ্ধবাংলা ১৪২৮" লেখা থাকবে তার ঠিক নীচে ট্যাগ লাইনে "সকলের মনের মত রঙিন পুজাবার্ষিকী" লেখা থাকবে। প্রচ্ছদের নীচের দিকে "*আশ্বিন ১৪২৮*/মুগ্ধবাংলা অরিজিনাল রিলিজ" বা "*আশ্বিন ১৪২৮*/মুগ্ধবাংলা প্রকাশনী" লেখা বাঞ্ছনীয়।

দ্বিতীয়ত, সূচীপত্রের প্রথম পাতা : দুই ভাবে করতে পারেন--প্রথমটা, যেমনভাবে আমরা বিগত বছরেরগুলিতে করেছিলাম অর্থাৎ সূচীপত্রের প্রথম পাতার অর্ধেক জুড়ে "শারদীয় মুগ্ধবাংলা ১৪২৮" এবং তার নীচে "তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যা আশ্বিন ১৪২৮" ডিজাইন করে লেখা থাকবে। বাকি অংশে থাকবে সূচীপত্রের শুরুটা। সেটা কেমন ভাবে হবে তা যিনি করবেন তিনিই ঠিক করবেন। দ্বিতীয় ক্ষেত্রে, আপনাদের নিজেদের ইচ্ছেমত।


তৃতীয়ত, সূচীপত্রের বাকি পাতা : এটাও আপনাদের ইচ্ছামত করবেন বা বিগত বছরের মত।


চতুর্থত: সম্পাদকীয়র পাতা ; এক্ষেত্রেও আপনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকছে। যেমন আপনি চান।

শেষে, এইবারের পূজাবার্ষিকীর শেষ পাতাটা কিভাবে করা যেতে পারে, সেটাও আপনার ঠিক করে দিলে ভাল হয়।
আর একটা কথা, অনেকেই হয়ত পত্রিকা অলঙ্করণ কীভাবে করা যেতে পারে, তার Layout কেমন ধারা হতে পারে, সে সম্পর্কেও অনেক ধরণের ধারণা মনে মনে পোষণ করেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে কোনোও ধরণের পরামর্শ, যুক্তি বা অলঙ্করণ দিয়ে আপনারা এই উদ্যোগটাকে সমৃদ্ধ করবেন। যদি কোনোও পরামর্শ আমাকে দেওয়ার হয়, এখানে কমেন্ট করে জানাবেন, বা PM করবেন। কোনো ছবি বা অলঙ্করণ বা ফাইল পাঠাতে হলে banglamax@gmail.com এ পাঠাবেন। বা মুগ্ধবাংলার নতুন Telegram channel মুগ্ধবাংলা টেলিগ্রাম চ্যানেল -এ জয়েন করে তাতে জানাতে পারেন।

ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, প্রচ্ছদ ও সূচীপত্রের আকার হবে 1920x2680px এর কাছাকাছি।

22th August, 2021 7:44 PM, Last Edit by banglamax on 23th August, 2021 9:26 AM
Comments
#1

কমিকের বাংলা ডায়ালগ বসাতে আমি সাহায্য করতে ইচ্ছুক। আমাকে একটা ওয়ার্ড ফাইলে টেক্সটগুলো পাঠালেই হবে। মুগ্ধবাংলার এই কার্যক্রমে নিজেকে যুক্ত করতে পারলে নিজেকে ধন্য ভাববো :)


6th September, 2021 11:34 AM
#2

আপনার উৎসাহের জন্য অজস্র ধন্যবাদ। আপনাকে পাশে পেয়ে আমরাও ধন্য। তবে এই মুহুর্তে আপনাকে এইভাবে কোনো কাজে লাগাতে পারছি না বলে দুঃখিত। ভবিষ্যতে হয়ত অবশ্যই কাজে লাগাবো যেমন ভাবে আমাদের আরও অনেক সদস্য আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছে। আপনার এই মন্তব্য পড়ার পরে বিগত কয়েকদিন নানাভাবে ভেবে দেখলাম, কোনোও কাজ দেওয়া যায় কি না। কিন্তু সেভাবে কোনোও কাজ চোখে পড়ল না এই মুহুর্তে। আমাদের সম্মানিত সদস্য অরিজিৎবাবু কয়েকদিন আগেই শারদীয়া মুগ্ধবাংলার প্রচ্ছদ করে দিয়েছেন, সেইসঙ্গে প্রথম পাতাও। তবে সূচীপত্রের কাজ বাকি আছে। আপনি যদি ইচ্ছা করেন, আগের শারদীয়া মুগ্ধবাংলার (ডেমো ভার্সনেও পেয়ে যাবেন)সূচীপত্র দেখে কেমনটা হবে আন্দাজ করে যদি আপনার ইচ্ছামত কোনও বাহ্যিক ডিজাইন (সূচী ছাড়া বাকিটা) করে দিতে পারেন, তো ভারি উপকৃত হই। কমিকসের অনুবাদের টেক্সট ফাইল আমি এখন আর করি না, মুগ্ধবাংলার শুরুর দিকে কিছুদিন করেছিলাম, এখন সরাসরি পড়ি আর অনুবাদ করে দিই। আপনি যদি সেভাবে অনুবাদ করতে চান, তো নিজে থেকেই করতে পারেন। বিদেশী কমিকসের সোর্স সাইট হিসাবে আমি বেশ কিছু সাইট আপনাকে সাজেস্ট করতে পারি, বা চাইলে আপনি গুগলে সার্চ দিয়েও পেয়ে যেতে পারেন। এই মুহুর্তে আপনাকে নিরাশ করছি বলে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী।


11th September, 2021 5:10 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)