সফটওয়ার আপগ্রেড প্রায় শেষ
মুগ্ধবাংলার সফটওয়ার আপগ্রেডের যে কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, আজ তা আপাতত শেষ বলেই ঘোষণা করছি। আরও বেশ কিছু ছোট-খাটো পরিমার্জন করার ইচ্ছে আছে, কিন্তু মনের মধ্যে আরও অনেক কিছুর পরিকল্পনা মাথা চাড়া দিয়ে ওঠায়, আপাতত মুগ্ধবাংলার সফটওয়ারের আর কোনো আপগ্রেড করছি না। যেটুকু বাকি আছে, তাও আস্তে আস্তে করে ফেলব।
পরিশেষে উল্লেখ্য, হোম-পেজে ডানদিকে যে ক্রেডিট ব্যালান্স দেখাচ্ছে, প্রত্যেক ইউজারের অ্যাকাউন্টের আসল ক্রেডিট ওটা। ইউজার প্যানেলের ব্যালান্স সেকসানে যে ক্রেডিট দেখাচ্ছে, তার সঙ্গে এর সামান্য অমিল রয়েছে। কারণ এখানে ইউজারের বেশ কিছু ক্রেডিট খরচ দেখানো হয়নি।এটা এখন আর ঠিক করছি না, পরে ফুরসতে ওটা ঠিক করব। সবাই ভাল থাকবেন।
12th December, 2021 1:25 PM
Comments
No Comments!