অতি সম্প্রতি আমাদের সার্ভারের(যেখানে সাইটের ফাইল থাকে) সঙ্গে ডোমেন(সাইটের নাম) এর কিছু গন্ডগোল হয়ে গেছে। সে কারণে মাঝে মাঝে সাইট অফলাইন হয়ে যেত, সাইট খুলত না। সমস্যার মূল পান্ডা হল আমাদের ফ্রি .tk ডোমেন প্রদানকারী সংস্থা। কিন্তু বহু চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারছি না। শেষে শরদিন্দুর পরামর্শে আমরা একটা নতুন ডোমেন কিনলাম mugdhobangla.in । কিন্তু তা করেও কিছু লাভ হল না। তবে যাই হোক, আমাদের সাইট এখন mugdhobangla.tk এর পাশাপাশি mugdhobangla.in নামেও এক্সেস করা যাবে। তবে দুঃখের বিষয়ে যে, কিছু একটা সমস্যার কারণে আমাদের ফেসবুক লগিন, ফেসবুক রেজিস্টার ও ভেরিফিকেশনের মত কাজগুলি আগের মত হচ্ছে না। তবে সাইট ব্রাউজ করা বা ডাইরেক্ট ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন চলছে। জানিনা, অন্যান্য বিষয়গুলি কবে ঠিক হবে। তবে মুগ্ধবাংলা এখন আর আগের মত হঠাৎ করে হারিয়ে যাবে না।
গত তিনদিন ধরে চেষ্টার পর আজকে সমস্যার সমাধান করতে পারলাম। কিছুটা সমস্যা সার্ভারের মধ্যেও ছিল। সেটা সারিয়ে তোলা হল এই মাত্র। এখন ফেসবুক লগিন/রেজিস্টার আগের মতই কাজ করছে। সমস্যা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আপনাদের এই সাইটে ক্লিক করলে অন্য সাইটে চলে যায়। অন্য সব এড চলে আসে। পরে বেক করে ক্লিক করলে কাজ করে। এই সমস্যাটা ঠিক করলে ভালো হয়।