Login Register
মুগ্ধবাংলা বিশেষ নববর্ষ সংখ্যা ১৪২৯

জানিনা, শেষ পর্যন্ত করে উঠতে পারব কিনা, তবে বিগত দুই বছরের মত আরও একবার মুগ্ধবাংলা বিশেষ নববর্ষ সংখ্যা ১৪২৯ এর পরিকল্পনা গ্রহণ করলাম। বেশি বড় নয়, তবে অন্তত দুটি কমিকস এতে দেওয়ার চেষ্টা করব আমি আর শরদিন্দু দুজনে মিলে। আর সেইসঙ্গে আশা রাখি, আমাদের পাঠকদের মধ্যে কেউ না কেউ অবশ্যই আমাদের এই কাজে তাঁর অতুলনীয় অবদান রাখবেই। তাই আশা করছি, দুই বা ততোধিক কমিকস এতে থাকবেই।

আরেকটি কথা, গত পূজাবার্ষিকীর অসাধারণ প্রচ্ছদটি করেছেন আমাদের সম্মানিত সদস্য ও কমিকস অনুবাদক অরিজিৎ পোদ্দার মহাশয়। আরও একবার উনাকে এজন্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে, মুগ্ধবাংলার অগণিত পাঠকদের কাছে আমার বিনীত নিবেদন, আপনাদের মধ্যে যদি কেউ এবারের মুগ্ধবাংলা বিশেষ নববর্ষ সংখ্যা ১৪২৯ এর প্রচ্ছদ, সূচীপত্র বা এইধরণের কোনোও অলংকরণ পাঠিয়ে আমাদের মুগ্ধবাংলাকে সমৃদ্ধ করতে আগ্রহী হন, তো এখানে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাকে Message করতে পারেন। এছাড়া banglamax@gmail.com এ মেইলও করতে পারেন।

আমাদের হাতে সময় এবার অল্প। মাত্র একমাস মত সময় পাচ্ছি এ কাজ করার। যদি কেউ তার কাজ এবারের নববর্ষ সংখ্যায় দিতে চান তো, এপ্রিলের দশ তারিখের মধ্যে আমাদের জানাবেন। সকলকে অজস্র ধন্যবাদ।

12th March, 2022 6:13 PM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)