কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে, মুগ্ধবাংলায় ইবুক ডাউনলোডের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। সদস্যদের অ্যাকাউন্টে যথেষ্ট ক্রেডিট থাকা সত্ত্বেও তারা এই সাইট থেকে ইবুক ডাউনলোডে আগ্রহ দেখাচ্ছে না। অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাচ্ছি, ৫০০র বেশী ক্রেডিট এমন সদস্য সংখ্যা প্রায় ১৫জন অথচ তাদের মধ্যে মাত্র তিনজন প্রায় সব কমিকস ডাউনলোড করলেও বাকিরা সাম্প্রতিক কমিকসগুলির প্রতি সামান্যতমও আগ্রহ দেখায়নি। জানি না এর কারণ কি! প্রথম যে কারণটি আমার মনে হয়েছিল তা হল, হতে পারে, যেসব কমিকস এখানে প্রকাশিত হচ্ছে, তা তাদের পছন্দ হচ্ছে না। কিন্তু ভিন্নধর্মী কমিকস প্রকাশ হওয়ার পরেও তা ডাউনলোড না হওয়ায় আমার অন্য একটি সম্ভাবনার কথাও মনে হচ্ছে। সম্ভবত কোনও আন্ডারগ্রাউন্ড সাইটে কমিকসগুলি নির্দ্বিধায় শেয়ার হচ্ছে এবং তাদের অনেকেই সেখানকার সদস্য। যদিও আমার কাছে কোনও প্রমাণ নেই, কিন্তু একটু মগজ খরচ করলেই এবিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।(তবুও, আমার এই ধারণা ভুল হলে বেশী খুশী হব।)
যাই হোক, আমি এর আগেও একবার বলেছি, মুগ্ধবাংলার প্রতিটি সদস্যের অ্যাকাউন্টে জমা ক্রেডিট আমার ঋণ। সেই ঋণের পরিমাণ লাঘব করার লক্ষ্যে আমি একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে যেসব সদস্যের অ্যাকাউন্টে ৫০০এর কম ক্রেডিট আছে, শুধু তারাই দৈনিক লগিন বোনাস (৫ বা ৩ ক্রেডিট) পাবেন। যাদের অ্যাকাউন্টে ৫০০বা তার বেশী ব্যালান্স রয়েছে, তারা আর লগিন ক্রেডিট পাবেন না, তবে অ্যাডসাপোর্ট চালু থাকলে অ্যাড ভিউ জনিত ক্রেডিট পাবেন।
আমার মনে হয় মেম্বারদের দিকটাও একটু শোনা দরকার। যে কেন তারা খরচ করছেন না। আশা করছি বাকি মেম্বাররাও তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন।
আমার মনে হয় মেম্বারদের দিকটাও একটু শোনা দরকার। যে কেন তারা খরচ করছেন না। আশা করছি বাকি মেম্বাররাও তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন।
বস্তুত স্বাদ পাল্টানোর জন্য বিগত কয়েকমাস ধরে আমি অগণিত নতুন নতুন কমিকস পড়ে যাচ্ছি, যেগুলি পছন্দ হচ্ছে, সবগুলোকে সামনে রাখছি অনুবাদের জন্য। তবে, সেসব আগে থেকে বলে লাভ নেই। যাই হোক, মনে হচ্ছে আমার আশঙ্কাই সত্যি হবে কোনো একদিন।
আমার মনে হয় মেম্বারদের দিকটাও একটু শোনা দরকার। যে কেন তারা খরচ করছেন না। আশা করছি বাকি মেম্বাররাও তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন।
বস্তুত স্বাদ পাল্টানোর জন্য বিগত কয়েকমাস ধরে আমি অগণিত নতুন নতুন কমিকস পড়ে যাচ্ছি, যেগুলি পছন্দ হচ্ছে, সবগুলোকে সামনে রাখছি অনুবাদের জন্য। তবে, সেসব আগে থেকে বলে লাভ নেই। যাই হোক, মনে হচ্ছে আমার আশঙ্কাই সত্যি হবে কোনো একদিন।