Login Register
দৈনিক লগিন বোনাস সংক্রান্ত ঘোষণা

কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে, মুগ্ধবাংলায় ইবুক ডাউনলোডের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। সদস্যদের অ্যাকাউন্টে যথেষ্ট ক্রেডিট থাকা সত্ত্বেও তারা এই সাইট থেকে ইবুক ডাউনলোডে আগ্রহ দেখাচ্ছে না। অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাচ্ছি, ৫০০র বেশী ক্রেডিট এমন সদস্য সংখ্যা প্রায় ১৫জন অথচ তাদের মধ্যে মাত্র তিনজন প্রায় সব কমিকস ডাউনলোড করলেও বাকিরা সাম্প্রতিক কমিকসগুলির প্রতি সামান্যতমও আগ্রহ দেখায়নি। জানি না এর কারণ কি! প্রথম যে কারণটি আমার মনে হয়েছিল তা হল, হতে পারে, যেসব কমিকস এখানে প্রকাশিত হচ্ছে, তা তাদের পছন্দ হচ্ছে না। কিন্তু ভিন্নধর্মী কমিকস প্রকাশ হওয়ার পরেও তা ডাউনলোড না হওয়ায় আমার অন্য একটি সম্ভাবনার কথাও মনে হচ্ছে। সম্ভবত কোনও আন্ডারগ্রাউন্ড সাইটে কমিকসগুলি নির্দ্বিধায় শেয়ার হচ্ছে এবং তাদের অনেকেই সেখানকার সদস্য। যদিও আমার কাছে কোনও প্রমাণ নেই, কিন্তু একটু মগজ খরচ করলেই এবিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।(তবুও, আমার এই ধারণা ভুল হলে বেশী খুশী হব।)
যাই হোক, আমি এর আগেও একবার বলেছি, মুগ্ধবাংলার প্রতিটি সদস্যের অ্যাকাউন্টে জমা ক্রেডিট আমার ঋণ। সেই ঋণের পরিমাণ লাঘব করার লক্ষ্যে আমি একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে যেসব সদস্যের অ্যাকাউন্টে ৫০০এর কম ক্রেডিট আছে, শুধু তারাই দৈনিক লগিন বোনাস (৫ বা ৩ ক্রেডিট) পাবেন। যাদের অ্যাকাউন্টে ৫০০বা তার বেশী ব্যালান্স রয়েছে, তারা আর লগিন ক্রেডিট পাবেন না, তবে অ্যাডসাপোর্ট চালু থাকলে অ্যাড ভিউ জনিত ক্রেডিট পাবেন।

14th May, 2022 9:48 AM, Last Edit by banglamax on 14th May, 2022 10:40 AM
Comments
#1

Good decision


14th May, 2022 12:21 PM
#2

অবশ্যই এটা সঠিক ও ভালো সিদ্ধান্ত।


15th May, 2022 5:48 PM
#3

আমার মনে হয় মেম্বারদের দিকটাও একটু শোনা দরকার। যে কেন তারা খরচ করছেন না। আশা করছি বাকি মেম্বাররাও তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন।


11th June, 2022 8:15 AM
#4

সেটা জানতে আমিও খুব আগ্রহী। কিন্তু কেউ কিছুই তো বলছে না। মেম্বারদের যদি এতদিন ধরে অনুদিত এসব কমিকস মনপছন্দ না হয়, সেটা উল্লেখ করে জানাতে পারত। মুগ্ধবাংলায় সকলের পছন্দ অপছন্দ জানানোর অধিকার আছে। প্রকাশ্যে না হলে মেসেজেও জানানো যায়। সে রাস্তাও খোলা আছে।

বস্তুত স্বাদ পাল্টানোর জন্য বিগত কয়েকমাস ধরে আমি অগণিত নতুন নতুন কমিকস পড়ে যাচ্ছি, যেগুলি পছন্দ হচ্ছে, সবগুলোকে সামনে রাখছি অনুবাদের জন্য। তবে, সেসব আগে থেকে বলে লাভ নেই। যাই হোক, মনে হচ্ছে আমার আশঙ্কাই সত্যি হবে কোনো একদিন।


11th June, 2022 8:36 AM
#5

banglamax's Quote:
সেটা জানতে আমিও খুব আগ্রহী। কিন্তু কেউ কিছুই তো বলছে না। মেম্বারদের যদি এতদিন ধরে অনুদিত এসব কমিকস মনপছন্দ না হয়, সেটা উল্লেখ করে জানাতে পারত। মুগ্ধবাংলায় সকলের পছন্দ অপছন্দ জানানোর অধিকার আছে। প্রকাশ্যে না হলে মেসেজেও জানানো যায়। সে রাস্তাও খোলা আছে।

বস্তুত স্বাদ পাল্টানোর জন্য বিগত কয়েকমাস ধরে আমি অগণিত নতুন নতুন কমিকস পড়ে যাচ্ছি, যেগুলি পছন্দ হচ্ছে, সবগুলোকে সামনে রাখছি অনুবাদের জন্য। তবে, সেসব আগে থেকে বলে লাভ নেই। যাই হোক, মনে হচ্ছে আমার আশঙ্কাই সত্যি হবে কোনো একদিন।

আমি আমার ব্যাপারটা বলতে পারি। মুগ্ধবাংলায় অনেকদিন সেভাবে আসা হয়নি। আর আসলেও কি কি কমিক্স প্রকাশ হচ্ছে তা শুধু দেখেছি। বাইরে কমিক্স লিক শুরু হওয়ার পর থেকে যেটা পড়ব সেটা ছাড়া অন্যগুলো ডাউনলোড করা কমিয়ে দিয়েছিলাম। আমার নিজের একটা অভ্যাস আছে- যখন কোন কিছু পড়ার ঝোঁক হয় তখন টানা সেরকম জিনিসই পড়তে ভালো লাগে। আর কমিক্স হাতের নাগালে থাকলেও জমিয়ে রাখতে ভালো লাগে। মনে শান্তি লাগে- পড়ার মত জিনিস মজুদ আছে! অবশ্য ক্রেডিটের যুগ যেহেতু শেষ হয়েই যাচ্ছে তাই এবার ব্যবহার করেই ফেললাম।


30th October, 2022 8:56 AM
Pages First 1 Last
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)