Login Register
শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৯এর পরিকল্পনা

সংযোজন : প্রচ্ছদ এড করলাম। কোনোও পরামর্শ থাকলে জানাবেন।

শেষ পর্যন্ত করে উঠতে পারব কি না, সে সংশয় যদিও ছিল, তবুও আর এক বার সাহসে বুক বেঁধে শারদীয়া মুগ্ধবাংলা তৈরিতে হাত দিলাম। ব্যক্তিগতভাবে আমার এখন কাজের প্রচুর চাপ, শরদিন্দুরও। আর তাই তিনমাস আগে ওকে জানিয়েছিলাম, এবার বোধহয় করে উঠতে পারব না। তাছাড়া, শারদীয়া সংখ্যায় অংশগ্রহণ নিয়ে সদস্যদের আগ্রহ কম, তারজন্য অবশ্য আমিই দায়ী। তবে অনেক চেষ্টার পর, গত ডিসেম্বরে মুগ্ধবাংলায় যে আভ্যন্তরীন সিস্টেমটা পরীক্ষামূলকভাবে চালু করেছি, সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ওই সিস্টেমের মাধ্যমে, কোনোও সদস্য যদি কোনোও প্রকল্পের অংশীদার হয় (এক্ষেত্রে শারদীয়া ও নববর্ষ সংখ্যা), তবে প্রতিটি ডাউনলোডের সময়, সেই সদস্য, ওই প্রকল্পের ধার্য ক্রেডিটের একটি অংশ তার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালান্স হিসাবে পেয়ে যাবেন। যেমন ধরুন, শারদীয়া সংখ্যায় চারটি কমিকসের দুটি আমার, তাহলে ওটির জন্য ধার্য ক্রেডিটের মধ্যে অর্ধেক অর্থাৎ ১০০ক্রেডিট আমার অ্যাকাউন্টে জমা হবে যখনই কেউ সেটি ডাউনলোড করবে। এছাড়া, যদি কোনো সদস্য, মুগ্ধবাংলায় কোনো নতুন কমিকস রিলিজ করে, তবে, সেটির জন্য ধার্য ক্রেডিটের ২০% রেভেনিউ ক্রেডিট পাবেন যখন কেউ সেই কমিকসটি ডাউনলোড করবেন। এতদিন, বিষয়টি ঘোষণা করিনি, কারণ সিস্টেমটা কতটা কার্যকর হবে সে বিষয়ে সংশয় ছিল। যাই হোক, সিস্টেমটা বেশ ভালই কাজ করছে দেখে, এখানে বলে ফেললাম।
অন্যান্য বারের চেয়ে এবারের শারদীয়া সংখ্যা অনেক ছোট হবে, বড়জোর ২০০পাতার, কারণ কাজের চাপ। তবে যদি সদস্যদের কেউ আগ্রহী হন ও কোনো কমিকস পাঠাতে চান, তবে প্রথমেই এখানে কমেন্ট করে জানাবেন, (সম্ভব হলে কমিকসের নাম ও পৃষ্ঠার সংখ্যা)। লেখা বা কমিকসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে Message করে লিঙ্ক পাঠাবেন বা আমাকে (banglamax[at]gmail.com -এ) ইমেল করে দেবেন।
এছাড়া শারদীয়া সংখ্যার প্রচ্ছদ, সূচীপত্র, ক্রেডিট পেজ অলঙ্করণ করে পাঠালে আমাদের দারুণ লাগবে। গতবার আমাদের সম্মানিত সদস্য অরিজিৎ পোদ্দার মহাশয় তার অনবদ্য ভঙ্গিমায় মুগ্ধবাংলার প্রচ্ছদ ও সূচীপত্রের সম্পূর্ণ অলঙ্করণ করেছিলেন, উনার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা।
চেষ্টা করব, মহালয়ার সকালে পত্রিকাটি প্রকাশ করার। আর তাই যদি কেউ কোনো, লেখা/আঁকা/কমিকস পাঠাতে চান, তবে ২০ই সেপ্টেম্বরের মধ্যে পাঠাবেন। সকলকে অজস্র ধন্যবাদ।

15th August, 2022 2:52 PM, Last Edit by banglamax on 28th September, 2022 7:53 PM
Comments
#1

আমি কিছু কার্টুন পাঠাবো ভাবছি। :)


18th August, 2022 6:48 AM
#2

অবশ্যই। অজস্র ধন্যবাদ।


18th August, 2022 6:10 PM
#3

অনিবার্য কারণে সারাদিন চেষ্টা করার পরও আজকে শারদীয়া সংখ্যা প্রকাশ করে উঠতে পারলাম না। এখনও বেশ কিছুটা কাজ বাকি যা শেষ করতে আরও দিন দুয়েক লেগে যাবে। তাও, হাতে কয়েকদিন সময় রেখে জানাচ্ছি যে, আগামী ২৯ বা ৩০ তারিখ শারদীয়া সংখ্যা প্রকাশ করব। তবে, মুগ্ধবাংলার কোনোও সদস্য যদি কিছু পাঠানোর কথা ভেবে থাকেন, তাহলে আগামী মঙ্গলবার ২৭ তারিখের মধ্যে তা পাঠাতে পারেন। ইতিমধ্যে তারিকবাবুর কন্টেন্ট পেয়েছি। আশা করি, সবার তা বেশ ভালই লাগবে। ধন্যবাদ।


25th September, 2022 7:37 PM
#4

কবে বেরোবে ?


29th September, 2022 1:57 PM
#5

palas datta's Quote:
কবে বেরোবে ?
কাল সন্ধ্যেয়, না পারলে পরশু দুপুর বা বিকেল। কয়েকটি পাতা এখনও এডিট করতে আছে। কাল সারাদিন লেগে গেল প্রচ্ছদ বানাতেই, আজ এইমাত্র কাজে বসলাম। আজ হাতে এক দেড় ঘন্টা সময়। তবে কাল আশা করি সারাদিনে বাকি ৯৯% কাজ করে ফেলতে পারব। সেটা হলে কালকেই প্রকাশ করে ফেলতে পারব। তা সত্বেও শেষ মুহুর্তে কি হয় বলা যায় না...


29th September, 2022 6:58 PM
Pages First 1  2   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)