এর আগে এই সাইটে যেসব পপ অ্যাডভার্টাইজ চালু ছিল, সেগুলি সাধারণ হওয়ায় অ্যাড কোম্পানি ১৮+ অ্য্যাড দেখাতে বারবার উৎসাহ দিচ্ছে এই মর্মে যে তাতে ইনকাম বেশি হবে। বিগত দুই মাসের অ্য্যড রিপোর্ট দেখে আমি হতাশ! মাত্র দুইটি অ্য্যড নেটওয়ার্ক ০.০২ডলার করে দিয়েছে। অর্থাৎ ভারতীয় টাকায় মাত্র তিন টাকা!এ ভাবা যায়? তাই বাধ্য হয়ে ১৮+ অ্যাড চালু করলাম। যদি দেখি, এতেও কিছু হচ্ছে না, ইউজার ডোনেসন মেথডে চলে যাব।
শুরু করে দিন।দেখা কতটুকু আয় হয়।তবে আমার মনে হয় না এতেও যথেষ্ট পরিমান আয় হবে।কেননা এই সাইটে মেম্বার্স এক্টিভিটি খুব কম।সাইটে আপলোডার মাত্র দুজন।একারণে একটা কমিক্সসের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়।সাইটে যত বেশি আপলোড হবে,ততই মেম্বারদের এক্টিভিটি বাড়বে।ফলে আয়ও বাড়বে।
এভাবে তেমন আয় হবেনা এর চেয়ে ভালো এডের পাশাপাশি মেম্বার ডোনেট সিস্টেম চালু করুন। এতে যাদের যেরকম সমর্থ আছে সেরকম ভাবে ডোনেট করবে।
Herry_Potter, আসলে পপ আপ ব্লকার থাকলে পপ এড থেকে আয় কম হয়। আবার, এডের মধ্যে পপ এডে বেশি টাকা দেয়। এই দুই ভেবে মনে হল এতে খারাপ আয় হবে না বোধহয়। তাই এগুলোর উপর ভরসা করে এগিয়ে যাওয়ার চেষ্টা আর কি।