Login Register
নতুন মুগ্ধবাংলা -- নতুন শুভারম্ভ

নতুন বছরে নতুন আঙ্গিকে মুগ্ধবাংলাকে নিয়ে আসব এই চেষ্টায় ধীরে ধীরে নতুন কলেবরে আসতে শুরু করেছে মুগ্ধবাংলা। আপাতত শুধুমাত্র ইন্টিগ্রেটেড রিডিংরুম-কাম ডাউনলোড সেকশন এবং ফোরাম সিস্টেমটিকে নতুন করা হয়েছে। নতুন সিস্টেমে একই সঙ্গে একটি কমিকসের রিডিংরুম এবং তার ডাউনলোড লিঙ্ক দেওয়ার সুবিধা করা হয়েছে। প্রতিটি সম্মানিত সদস্য ইচ্ছে করলে প্রতিদিন যে কোনো কমিকসের দুইটি পাতা ফ্রিতে পড়তে পারবেন, তবে তাতে ওয়াটারমার্ক দেওয়া আছে। এই মুহুর্তে সদস্যদের অ্যাকাউন্ট সিস্টেমে হাত দিইনি, তাই ক্রেডিট বা পয়েন্ট সিস্টেম এখনও চালু না হওয়ায় কেউ ডাউনলোড করতে পারবেন না, তবে খুব শীঘ্রই সেটি চালু করার চেষ্টা করা হবে।

সে যাই হোক, নতুন মুগ্ধবাংলার সিস্টেম কীভাবে কাজ করে সেটি বলার চেষ্টা করছি। ফোরামের থেকে এবার অনেক দূরে মুগ্ধবাংলা। ফোরাম সিস্টেমটুকু এখন শুধু ঘোষণা ও আলোচনার জন্য রেখেছি। মুগ্ধবাংলায় এখন কন্টেন্ট যোগ হবে ধাপে ধাপে। প্রথমে যোগ করতে হবে কমিকস, তারপরে তাতে যোগ করতে হবে এপিসোড বা পর্ব, যেহেতু বেশীরভাগ ক্ষেত্রেই কমিকসগুলির একাধিক পর্ব থাকে (যদি একপর্বের কমিকস যোগ করতে হয়, তাহলেও একই ভাবে যোগ করা যাবে, সেক্ষেত্রে কমিকসের শিরোনাম দিয়ে কমিকস যোগ করার পর, পর্বের শিরোনাম হিসাবে "সম্পূর্ণ কমিকস" বা "এক পর্বে সমাপ্ত" লেখা যেতে পারে।) একটা উদাহরণ দিলে হয়ত ব্যাপারটা ভাল বোঝা যাবে--- যেমন ধরুন, অ্যাসটেরিক্স কমিকস প্রকাশের জন্য প্রথমে "মুগ্ধবাংলা"-য় যে কোনো কমিকসের মধ্যে ঢুকে "Add New Comics" লিঙ্কে গিয়ে কমিকসে title দিলাম অ্যাসটেরিক্স, এরপর তার বিবরণ দিয়ে মোট কটি পর্ব প্রকাশ করব তার আনুমানিক সংখ্যা দিলাম (যেমন ২টি পর্ব) এবং কমিকসটি Create করলাম। এবার ওই কমিকসের মধ্যে গিয়ে "Add Episode" লিঙ্কে গিয়ে Episode Label এ এপিসোডের নাম , বিবরণ এবং কত পাতা রয়েছে কমিকসে তা দিতে হবে, তাহলেই পর্বটি Create হবে। এবার এপিসোড হয়ে গেলে এপিসোডের মধ্যে গিয়ে তাতে "Add Download Link" যোগ করলে সদস্যরা ডাউনলোড করার মত লিঙ্ক পেয়ে যাবে। আবার এপিসোডে "Add Gfolder" লিঙ্ক এ গিয়ে গুগল ড্রাইভের শেয়ার্ড ফোল্ডারের লিঙ্ক দিলে তাতে থাকা এপিসোডের পাতাগুলি অটোমেটিক অ্যাড হয়ে যাবে যাতে ওই পাতাগুলি সদস্যরা অনলাইনে পড়তে পারে।

মুগ্ধবাংলার এই আপডেট অনেক ব্যাপক এবং আরও বেশি Organised. তাই এই আপডেটে আরও কি কি ফিচার যোগ দেওয়া যেতে পারে সে বিষয়ে সদস্যদের ভাবনা জানতে চাইছি।

30th December, 2022 8:49 AM
Comments
#1

মুগ্ধবাংলায় ইতিপূর্বে প্রকাশিত কমিকসগুলি ধীরে ধীরে নতুন সিস্টেমে নিয়ে আনা হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলি মুগ্ধবাংলা অদৃশ্য হয়ে থাকবে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।


30th December, 2022 8:52 AM
#2

Very Good, নতুন বছরে নতুন মোড়কে মুগ্ধবাংলা কে দেখার জন্য মুখিয়ে আছি


31th December, 2022 2:00 PM
#3

সঙ্গে থাকার জন্য আপনাকে এবং অন্যান্য সকল সদস্যদের ধন্যবাদ জানাই।


31th December, 2022 8:09 AM Last Edit by banglamax on 1st January, 2023 1:25 PM
#4

বেশ কিছুদিনবাদে লগইন করেতো পুরাই চমকে গেলাম! দারুণ ব্যাপার স্যাপার করে ফেলেছেন দেখি! শুভকামনা রইলো।


14th January, 2023 11:24 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)