Login Register
লাইভ আপডেট প্রায় শেষ!

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এইমাত্র মুগ্ধবাংলার নতুন সফটওয়ারের আপডেটের কাজ একরকম শেষ করলাম। মেম্বার এরিয়ার প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। এখনও দু-একটি জায়গায় কাজ বাকি থাকলেও আশা করছি তাতে সদস্যদের মুগ্ধবাংলায় অবাধ গতিতে কোনো অসুবিধার সৃষ্টি করবে না। সদস্যরা এখন আগের মতই মুগ্ধবাংলায় তাদের পছন্দের কমিকস পড়তে বা যোগ করতে পারবেন, ইচ্ছে হলে মন্তব্যও করতে পারবেন।

আর একটি সুখবর, প্রতিটি সদস্য এখন মুগ্ধবাংলার যে কোনো কমিকসের যে কোনো পর্ব দিনে দুই পাতা করে পড়তে পারবেন একদম ফ্রি!

এর আগে, আমি একটি টপিকে উল্লেখ করেছিলাম মুগ্ধবাংলার নতুন সফটওয়ার কীভাবে কাজ করবে সে বিষয়ে। এ বিষয়টা আরও একবার বলে নিই। প্রথমে, নতুন কমিকস যোগ দেওয়ার জন্য ইউজারকে যে কোনো কমিকসের মধ্যে গিয়ে উপরে ডানদিকের কোনাতে "Add New Comics" বাটনে ক্লিক করতে হবে। এবার একটি পেজ খুলে যাবে এখানে কমিকসের নাম, বিবরণ ও পর্বের সংখ্যা উল্লেখ করে কমিকসটি যোগ করতে হবে। কমিকসটি যোগ হয়ে গেলে সবুজ মেসেজ বক্সে সাকসেসফুল দেখাবে, সেইসঙ্গে কমিকসটি দেখার সরাসরি লিঙ্ক দেখাবে। সেখানে ক্লিক করলে আপনি এইমাত্র যে কমিকসটি যোগ করলেন সেটি দেখতে পাবেন। এইবার শুরু হবে আমাদের দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপে আপনি ওই কমিকসের মধ্যে গিয়ে "Add Episode" লিঙ্কে গিয়ে পর্ব জুড়তে পারবেন। এক্ষেত্রে আপনাকে পর্বের নাম, বিবরণ এবং মোট কত পাতার পর্ব সেটি উল্লেখ করে পর্ব জুড়তে পারবেন। পর্ব যোগ করা হয়ে গেলে সবুজ মেসেজ বক্সে সাকসেস মেসেজের পাশাপাশি পর্বটি সরাসরি দেখার লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করলে আপনার সদ্য যোগ করা পর্বটি আপনি দেখতে পাবেন। এরপর আমাদের তৃতীয় ধাপ। আপনি যদি পর্বটি অনলাইন পড়ার জন্য পেজ এড করতে চান, তাহলে আপনাকে ওই কমিকসের ওই পর্বটির পেজ/ইমেজ ফাইলগুলি গুগল ড্রাইভের যে কোনো একটি Shared folder এ আপলোড করতে হবে। খেয়াল রাখতে হবে ফোল্ডারের পারমিশন যেন "Anyone with the link" করা থাকে। এবার ওই ফোল্ডারের অ্যাড্রেস কপি করে ওই কমিকসের পর্বের মধ্যে গিয়ে "Add Gfolder" লিঙ্কে গিয়ে পেস্ট করতে হবে এবং সাবমিট করলেই আপনার ওই ফোল্ডারটির সমস্ত ইমেজ ফাইলগুলি নাম অনুসারে পরপর কমিকসের পাতা হিসাবে যোগ হয়ে যাবে। ফলে যে কোনো ইউজার খুব সহজেই ওই কমিকসটি অনলাইন পড়তে পারবেন। আপনি যদি ওই পর্বটির ডাউনলোড লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে ওই কমিকসের এপিসোডে গিয়ে "Add Download Link"-এ গিয়ে লিঙ্ক অ্যাড করতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে একই কমিকসের একই পর্বের একইসঙ্গে ডাউনলোড ও অনলাইন রিডিং সম্ভব হবে। তাছাড়া, এই পদ্ধতি কিছুটা সুসংহত হওয়ায়, সদস্যদের কাঙ্ক্ষিত কমিকস পেতেও দারুণ সুবিধা হবে।

যাইহোক, সদস্যদের কাছে অনুরোধ, মুগ্ধবাংলাটি একটু ঘুরে ফিরে দেখুন এবং কোনো ইনভ্যালিড লিঙ্ক থাকলে আমাকে এখানে কমেন্ট করে জানান। আর একটি কথা, এখনও পর্যন্ত সদস্যদের পুরানো অ্যাকাউন্ট ও তার ডেটা নতুন সিস্টেমে পুরোপুরি আসেনি। খুব শীঘ্রই পুরানো অ্যাকান্টটিকে নতুন সিস্টেমে আনার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সদস্যরা সেখানে গিয়ে তাদের অ্যাকাউন্টের জমা-খরচ-ব্যালান্স দেখে সেটিকে নতুন সিস্টেমে নিজেই আনতে পারবেন। এছাড়া যে সব সদস্যরা ইতিমধ্যে আমাদের সিস্টার সাইট মগ্নপাঠকে রেজিস্টার করেছেন, তাদের ওই অ্যাকাউন্টের ব্যালান্স মুগ্ধবাংলায় নিয়ে আনার লিঙ্কও দিয়ে দেওয়া হবে।

সবশেষে বলি, আগামী ৩০শে মার্চের মধ্যে যারা মুগ্ধবাংলায় লগিন করবেন না, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

8th January, 2023 8:26 AM
Comments
#1

এবার থেকে কি তাহলে ডাউনলোড করার আর কোনো অপশন থাকবে না?


12th January, 2023 2:42 PM
#2

অবশ্যই থাকবে। ডাউনলোডের অপশন প্রতিটি কমিকসের প্রতিটি পর্বে আলাদা করে যোগ করে দেওয়ার সুবিধা করা হয়েছে। এর ফলে একই কমিকসের জন্য আগে যেমন রিডিং রুম ও আলাদা করে মুগ্ধবাংলা রিলিজের মধ্যে টপিক করে দেওয়া হত, এখন আর সে ব্যাবস্থা থাকবে না-- এই যা। একটি কমিকসের একটি পর্বে একই সঙ্গে অনলাইন রিডিং বা ডাউনলোড লিঙ্ক বা একত্রে অনলাইন রিডিং ও ডাউনলোড উভয়ের ব্যবস্থাই থাকবে। তবে ডাউনলোড করার সুযোগ পাবেন শুধু পেইড মেম্বাররা আর কন্টেন্ট শেয়ারার (যারা মুগ্ধবাংলায় নিজেদের কমিকস/কন্টেন্ট শেয়ার করে ক্রেডিট সংগ্রহ করবেন)--তারা। অন্যদিকে, অনলাইন রিডিং সবাই করতে পারবেন এবং সকলেই প্রতিদিন যে কোনো কমিকসের যে কোনো পর্বের মোট দুই পাতা পড়তে পারবেন।


13th January, 2023 5:38 PM Last Edit by banglamax on 13th January, 2023 7:11 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)