Login Register
মুগ্ধবাংলায় কীভাবে কমিকস ও তার পর্ব যোগ করবেন

২০১৯ সালে যাত্রা শুরু করার পর, বিভিন্ন রকম সংযোজন ও পরিমার্জনের পর মুগ্ধবাংলা আজ এই রূপে এসেছে। পূর্বে, মুগ্ধবাংলা ফোরাম ও ব্লগের কমন সুবিধাগুলি নিয়ে গঠিত ছিল যাতে ইউজাররা নতুন টপিক তৈরী করা ও তাতে মন্তব্য করার পাশাপাশি, টপিকে আলাদা করে ফাইল ডাউনলোড সিস্টেমও দেওয়া ছিল, ক্রেডিট জমিয়ে ফাইল ডাউনলোডের সুবিধা ছিল তাতে, কিন্তু বর্তমানে মুগ্ধবাংলা ফোরাম বা ব্লগ কোনোওটার মতনই না, বরং এটি একটি অনলাইন বই পড়া ও সদস্যদের জন্য সেই বই পিডিএফরূপে ডাউনলোড করার সুবিধাবিশিষ্ট একটি সাইট। আপনি খুঁজলে অনলাইনে এরকম কয়েকশো ইংরেজী কমিকস পড়ার সাইট পেয়ে যাবেন। বিনা লগিনে সেখান থেকে ইচ্ছেমত কমিকস পড়তে পারবেন, তবে সেরকম খুব কম সাইটই,ওই কমিকসগুলিকে ইবুক আকারে ডাউনলোড করতে দেয়। সেদিক দিয়ে দেখতে গেলে, মুগ্ধবাংলা অনেকটাই ইউনিক সাইট।

সে যাই হোক, মুগ্ধবাংলায় বর্তমানে কন্টেন্ট যোগ হয় দুইটি ধাপে--

প্রথমে আপনি যে কমিকসটি যোগ করতে চান, সেটিকে আগে এখানে যোগ করতে হবে। এরজন্য, আপনাকে আগে তৈরী করা যে কোনো কমিকসের মধ্যে ঢুকতে হবে। ধরুন আপনি আলডেবরান কমিকসের মধ্যে ঢুকলেন। সেখানে ঢুকে আপনি দেখবেন, পেজের একেবারে সামনেই বড় বড় করে আলডেবরান লেখা দেখাচ্ছে, তার ঠিক নীচে আলডেবরান কমিকসের বিভিন্ন পর্ব ও তার প্রচ্ছদগুলি দেখা যাচ্ছে। আলডেবরান লেখার ঠিক উপরে ডানদিকে, "Add New Comics" দেখা যাচ্ছে (লাল রঙে ঘেরা), ওখানে ক্লিক করুন, একটি নতুন পেজ খুলবে।

এই নতুন পেজে সব আগে আপনার ওই কমিকসের নাম যোগ করুন। ধরুন, আমি অ্যাসটেরিক্সের সিরিজটি অনুবাদ করব। সেক্ষেত্রে এইখানে Title এর পাশে লেখব "অ্যাসটেরিক্স"। এরপর Details এর ঘরে অ্যাসটেরিক্স সম্পর্কে কিছু সাধারণ তথ্য দেব, বা অনুবাদের নেপথ্যে আমার বক্তব্য দেব। এর পরের ঘর Total Episode এর ঘরে এই কমিকসের মোট কয়টি পর্ব আমি অনুবাদ করতে চাই সেটি লিখতে পারি, বা বাস্তবে রচয়িতা এর কয়টি পর্ব প্রকাশ করেছেন, সেটিও দিতে পারি। ধরুণ আমি অ্যাসটেরিক্সের মাত্র দুইটি পর্ব অনুবাদ করব। সেক্ষেত্রে আমি এখান "2" লিখতে পারি। তাহলে, যখন আমি দুইটি পর্বই এক এক করে এখানে এড করে ফেলব, এই কমিকসটি "সম্পূর্ণ" হিসাবে পরিগণিত হবে, যদিও আমরা সবাই জানি অ্যাসটেরিক্স এর পর্ব ৩০এরও বেশি। কমিকসের শিরোনাম, বিবরণ ও পর্বের সংখ্যা দেওয়ার পর, নীচের সবুজ রঙএর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক হয়, আপনি সবুজ রঙয়ের মেসেজ দেখতে পাবেন যে আপনার কমিকসটি যোগ করা হয়েছে। এই মেসেজের সঙ্গে আপনি দুইটি অপশন পাবেন- "click Here to view it": এখানে ক্লিক করলে আপনি এইমাত্র যে কমিকসটি যোগ করলেন সেটিকে দেখাবে। " Click here to add Episodes": এখানে ক্লিক করলে আপনি নতুন যোগ করা কমিকসটির নতুন পর্ব যোগ করতে পারবেন। আপনি যদি "click Here to view it" লিঙ্কে যান, তাহলে আপনি কমিকসটির বিবরণ দেখতে পাবেন। আপনি এখানে এসেও শিরোনামের নীচে লেখা Add Episode লিঙ্কে ক্লিক করেও নতুন পর্ব যোগ করতে পারবেন, বা, বিবরণের নীচে যেখানে পর্বের তালিকা ও প্রচ্ছদ থাকার কথা, সেখানে একটী বড় আকারের "+" চিহ্নতে ক্লিক করেও পর্ব যোগ করতে পারেন।

পর্ব যোগ করার জন্য উপরে বলা যে কোনো একটি পদ্ধতিতে "Add Episode" লিঙ্কে আসুন। এখানে আপনি সাধারণত চারটি ঘর (যদি মুগ্ধবাংলার বিশেষ আকর্ষণ সক্রিয় থাকে, অর্থাৎ শারদীয় বা নববর্ষ সংখ্যা, তাহলে পাঁচটি) দেখতে পাবেন, প্রথমটি Episode Label-এখানে আপনি পর্বের নাম লিখবেন। ধরুণ অ্যাসটেরিক্সের দ্বিতীয় পর্ব "সোনার কাস্তে" সেটি অনুবাদ করব, সেক্ষেত্রে এখানে লিখব "০২ - সোনার কাস্তে" লিখব। এরপর Details এর ঘরে এই পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লিখব। এরপর Total Pages এর ঘরে ওই কমিকসের প্রচ্ছদ, টাইটেল পেজ(যেখানে কমিকস, পর্ব, রচয়িতা/শিল্পী ইত্যাদিগণের নাম থাকে) ও ব্যাক কভার পেজ (যদি থাকে) সহ যতগুলি পাতা হবে, তার সংখ্যা লিখতে হবে। সাধারণত, ইউরোপীয় কমিকস ৪৮-৫০পাতার হয় (টিনটিন ৬৪পাতার কমিকস) এবং আমেরিকান কমিকস ২৪-৩২পাতার হয়। এরপর Download Points এর ঘরে পয়েন্টস লিখব। এটি আপনি আপনার ইচ্ছেমত লিখতে পারেন ৫/১০ পয়েন্ট বা ৫০/১০০/১৫০/২০০ যা খুশী, তবে এক্ষেত্রে আমি মনে করি যদি কমিকসের পর্বে প্রচুর ডায়লগ ও ছবির মধ্যে লেখা না থাকে, তাহলে মোট পাতা+(১০ থেকে ৩০) পয়েন্ট ধার্য করাই উচিত। একটি সাধারণ ডায়লগের ৫০ পাতা কমিকসের জন্য সর্বাধিক ৮০পয়েন্ট যথেষ্ট। পর্বে যদি প্রচুর ডায়লগ ও ছবির মধ্যে লেখা থাকে, তাহলে ১০০-১২০ এর বেশী পয়েন্ট ধার্য না করাই ভাল। যদি কোনো সদস্য মনে করে আপনার কমিকস অনলাইন না পড়ে, তার অ্যাকাউন্টে থাকা পয়েন্টের বিনিময়ে সরাসরি ডাউনলোড করবে, তাহলে তাকে এই পরিমান পয়েন্ট খরচ করতে হবে। আপনি এখানে যত পয়েন্ট লিখবেন, তার ২০% রেভেনিউ পয়েন্ট হিসাবে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হবে। ধরুণ, আপনি কোনো কমিকসের পর্বের জন্য ১০০ পয়েন্ট ধার্য করলেন, কেউ যদি পয়েন্টের বিনিময়ে ঐ কমিকস ডাউনলোড করে, তাহলে ২০% পয়েন্ট অর্থাৎ ২০পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে।

মুগ্ধবাংলার শারদীয়া বা নববর্ষ সংখ্যা যদি ঘোষিত হয় এবং তার কন্টেন্ট যোগ করার সময় অতিক্রান্ত না হলে আপনি সবুজ রঙের সাবমিট বাটনে উপরে এবং Download Points এর নীচে আরও একটি ঘর দেখতে পাবেন। এখানে দুটি অপশন দেওয়া রয়েছে- "Now" এবং "With শারদীয়া/নববর্ষ মুগ্ধবাংলা" আপনি যদি Now বেছে নেন, তাহলে আপনার এই পর্বটি তৎক্ষণাৎ প্রকাশিত হয়ে যাবে এবং যে কেউ ইচ্ছে করলে পেজ যোগ করার হলেই সেটি পড়তে পারবে। কিন্তু "With শারদীয়া/নববর্ষ মুগ্ধবাংলা" বিকল্পটি বেছে নিলে, আপনার ওই কমিকসের এই পর্বটি মুগ্ধবাংলার শারদীয়া বা নববর্ষ সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং ওই শারদীয়া বা নববর্ষ সংখ্যাটি পাবলিশ না হওয়া পর্যন্ত কেউ ওই কমিকসটি পড়তে পারবে না।

এরপর সবুজ রঙের সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পর্বটি সাইটে যুক্ত হয়ে যাবে।

3rd September, 2023 8:17 AM, Last Edit by banglamax on 3rd September, 2023 8:39 AM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)