Login Register
ক্ষমা প্রার্থনা

গত দুই সপ্তাহ থেকে খুবই অসুবিধার মধ্যে আছি। অনুবাদ করার সময় করে উঠতে পারছি না। তাই ভয় পাচ্ছি, মুগ্ধবাংলার নববর্ষ সংখ্যার মত হয়ত শারদীয়া সংখ্যাও প্রকাশ করার প্রচেষ্টা স্থগিত করতে হবে। আর তা যদি হয়, মনটা ভেঙে পড়বে তাতে সন্দেহ নেই। এই সপ্তাহটি দেখি। যদি ঠিকঠাক প্রগ্রেস না করতে পারি, তাহলে হয়ত এই বছর মুগ্ধবাংলার শারদীয়া সংখ্যা প্রকাশের উদ্যোগ বাতিল করতে হবে। তাই অগ্রিম ক্ষমাভিক্ষা প্রার্থনা করছি।

5th September, 2023 4:41 PM
Comments
#1

সমস্ত অসুবিধা যেন চলে যায়। আন্তরিকভাবে প্রার্থনা রইল।


6th September, 2023 7:08 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)