আশঙ্কা ছিল, এবারে হয়ত শারদীয়া মুগ্ধবাংলা প্রকাশ করতে পারব না। তবুও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, যাতে প্রকাশে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু বিধি বাম! অনিবার্য কারণে, পূর্বঘোষণা মত আগামীকাল আর শারদীয়া মুগ্ধবাংলা প্রকাশ করতে পারছি না। আরও কয়েকদিন সময় চাই আমার। তাই মুগ্ধবাংলার সম্মানিত সদস্যদের কাছে অনুরোধ, আমাকে কয়েকদিন সময় দিন। যেভাবেই হোক, আগামী ১৮তারিখের মধ্যে এবারের শারদীয়া প্রকাশ করতে আমি বদ্ধপরিকর। ধন্যবাদ সকলকে।
কোনও ব্যাপার না, আপনি যে একক প্রচেষ্টায় এই উদ্যোগ নিয়েছেন এটাই অনেক। তাই আমরাও এটুকু সহ্য করে নেব। তবে এটাও কি দৈনিক ২ পাতা করেই পড়তে হবে? তাহলে কিন্তু একটু সমস্যা হবে।
দাদা ১৫০-এর বেশি পাতা ৩০ দিনে পড়তে গেলে, ৫ পাতাতেও কুলোবে না। আর সকলেই তো রোজ সময় করে নাও উঠতে পারে... তাই দৈনিক লিমিটটা ১০ করলেই ভালো হয় দাদা। এটা আমার একান্ত অনুরোধ মাত্র...