অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনেক চেষ্টা করা সত্বেও এখন অবধি আমি না শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩০ এর প্রচ্ছদ বানিয়ে উঠতে পেরেছি, না সফটওয়ারের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে পেরেছি। এই মুহুর্তে শারদীয়া সংখ্যার জন্য মাত্র দুইটি কমিকস সম্পূর্ণ হয়েছে, আরও দুইটি কমিকস আজ পর্যন্ত অর্ধেকের সামান্য বেশি অনুবাদ হয়ে পড়ে আছে। আরও চার-ছয়দিন হয়ত লেগে যাবে ওগুলি অনুবাদ করতে। একের পর এক কাজের ব্যস্ততা ও টেনশনের মাঝে কি করব বুঝে উঠতে পারছি না। তাই শেষ মুহুর্তে বন্ধু শরদিন্দুর পরামর্শে, আগামীকাল বিকেল বা সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়া কমিকস দুটি প্রকাশ করা হবে নর্ম্যাল এপিসোডের মতই অনলাইনে পড়ার জন্য। সম্মানিত সদস্যদের অনুরোধের ভিত্তিতে আগামী দিনগুলিতে ওই কমিকসগুলি প্রতিদিন ১০ পাতা করে পড়ার সুবিধা রাখা হচ্ছে যদি না আপনি অন্য কোনো কমিকস পড়েন। তবে দূর্ভাগ্য যে কমিকসগুলি ইবই আকারে ডাউনলোডের সুযোগ এই মুহুর্তে দিতে পারছি না। আপনারা পুজোর এই কদিন শারদীয়া মুগ্ধবাংলার কমিকসগুলি অনলাইনে পড়ুন। স্কুল ছুটি হয়ে গেলে ধীরে সুস্থে শারদীয়া মুগ্ধবাংলার প্রকাশ করার অন্তিম চেষ্টা করা হবে। ভাল থাকুন, সুস্থ থাকুন।
শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩০ প্রকাশের আগে...
17th October, 2023 8:33 AM
Comments
No Comments!