Login Register
মুগ্ধবাংলা আবার ফিরে এলো

গতকাল সকালে ঘুম থেকে উঠে সাইটে ঢুকতে গিয়েই ধাক্কা খেলাম। সাইট লোড হচ্ছে না। কি হল আবার? বন্ধু শরদিন্দুকে জানাতেই সে খোঁজ নিয়ে বলল, আমাদের হোস্ট BigBoxHost পাওয়ার ফেলিওরের জন্য অফলাইন চলে গেছিল। তখন থেকে আজ দুপুর ২ঃ৩৮ মিনিট পর্যন্ত সাইট পুরো বন্ধ ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আবার না হোস্ট বদলাতে হয়। বারবার আমরা আমাদের হোস্টের কাছে জানাচ্ছিলাম যাতে আমাদের সাইটটা অন্তত চালু হয়। ওরাও জানাচ্ছিল, খুব চেষ্টা করছে। যাই হোক শেষ পর্যন্ত সাইট চালু হল এই বড় কথা। শরদিন্দু জানালো, গত দুই বছরে এই প্রথম একটানা এতক্ষণ বন্ধ ছিল সার্ভার। এত ভালো পরিষেবা অন্য অনেক নামী দামী সার্ভারের থেকেও সবসময় পাওয়া যায় না। সুতরাং আপাতত মুগ্ধবাংলা এই হোস্টের সঙ্গেই থাকছে। ভবিষ্যতে যদি আর কখনও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সার্ভার পাল্টানোর কথা ভাবব।

পরিশেষে সবাইকে জানাই, ভয় পাবেন না, মুগ্ধবাংলাকে অনেক বড়সড় পরিকল্পনা করে ফিরিয়ে এনেছি। আমি ও শরদিন্দু খুবই পরিশ্রম করছি এই সাইটে নতুন নতুন কন্টেন্ট যোগ করে সমৃদ্ধ করার। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।

31th October, 2019 2:48 PM
Comments
#1

aami dudin dhore site khulche na dekhe monmora hoye porechhilam vablam hoito site secret kore deoa hoyechhe! Mugdhobangla feere asay khusi holam.......


1st November, 2019 9:32 AM
#2

দারুণ লাগলো সাইট খুলে। দুদিন সাইট খোলেনি, তাই একটা ভয়তো ছিলই - কিন্তু আজকে সাইট ওপেন হতেই যারপরনাই খুশী।


1st November, 2019 11:42 AM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)