Login Register
পরামর্শ চাই

গত ১৯শে মে, আমাদের সদস্য sajib একটা মেইলে এই স্ক্রীনশটটা পাঠায়। স্ক্রীনশট দেখে মনে হচ্ছে, মুগ্ধবাংলার সাম্প্রতিকতম প্রকাশিত কমিকসগুলি কোনো একটা সাইট বা ব্লগে প্রকাশিত হয়েছে। অন্তত আমার তাই মনে হচ্ছে। কিন্তু sajibবাবু মেইলে সাইটের নাম বা কীভাবে এই স্ক্রীনশট পেলেন, কিছুই লেখেননি। গত একসপ্তাহ ধরে sajibবাবুর আর কোনও পাত্তা পাইনি। মেল করেছি, কিন্তু কোনও জবাব নেই। মুশকিল হচ্ছে, এই সাম্প্রতিকতম কমিকসগুলি আমাদের ফেসবুক ভেরিফায়েড মেম্বার ছাড়া অন্য কারও পাবার কথা নয়। সুতরাং তাদের মধ্যে যদি কেউ শেয়ার করে থাকেন, তাহলে অত্যন্ত জঘন্য কাজ করেছেন। এমনিতেই বিস্তর ঝামেলা নিয়ে সাইটের কাজ কচ্ছপের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এই স্ক্রীনশটটা পাবার পর মন ভেঙ্গে গেছে।
আপনাদের কারও এই স্ক্রীনশটের বিষয়ে কোনও ধারণা থাকলে জানাবেন বা এই মুহুর্তে মুগ্ধবাংলাকে বাঁচানোর কোনও উপায় থাকলে জানাবেন। ধন্যবাদ।

27th May, 2020 10:53 AM, Last Edit by banglamax on 27th May, 2020 5:39 PM
Comments
#1

ভাই,,,কেমনে কি!!!একড়ি-২ কমিক্সটি মুগ্ধবাংলা রিলিজ করা হয়েছে এই মাসের ১৫ তারিখ।অর্থাৎ,মে মাসের ১৫ তারিখ।আর আপনি বলছেন,সজিব ভাই আপনাকে ইমেইল পাঠিয়েছিল মার্চের ১৯ তারিখ।কিভাবে সম্ভব?


27th May, 2020 5:18 PM
#2

ফেক পোস্ট মনে হচ্ছে। ইচ্ছে করে হেরাস করার জন্যে করেছে।


27th May, 2020 5:26 PM
#3

সরি ভাই ওটা মার্চ নয়, মে হবে। ভুল লিখে ফেলেছি।। ১৫ তারিখের একড়ি-২ ১৯ তারিখের আগেই ওই সাইটে চলে এসেছে। সজীবভাই একটু আগে মেল করে জানালেন, ওটা নাকি হিডেন সাইট। নাম বললেন না, তবে বহু কষ্টে নাকি ওখানে যোগ দিয়েছেন, পেমেন্ট করে ঢুকতে হয় নাকি!


27th May, 2020 5:28 PM Last Edit by banglamax on 27th May, 2020 5:40 PM
#4

biswadeep1905, ভাই ফেক বলে তো মনে হচ্ছে না।


27th May, 2020 5:30 PM
#6

কিছুই তো বুঝলাম না..সজিব ভাই আসলে কি বুঝাতে চাচ্ছেন?উনি যদি সাইটের ঠিকানা দিতে অনিচ্ছুক হয়ে থাকেন,তাহলে কেনইবা সেই স্ক্রিনশটটা দিল?


27th May, 2020 5:40 PM Last Edit by Herry_Potter on 27th May, 2020 5:45 PM
Pages First 1  2   3   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)