Login Register
অ্যাসটেরিক্স-- সাহায্য চাই

অ্যাসটেরিক্সের এখনো পর্যন্ত ৩৮টি পর্ব ইংরেজীতে প্রকাশিত হয়েছে, তার মধ্যে বাংলায় যেগুলি প্রকাশিত হয়েছে, সেগুলির প্রকাশিত বাংলা নাম আমি নীচের লিস্টে বাংলায় লিখে দিচ্ছি। আপনাদের যে বিষয়ে আমাকে সাহায্য করতে হবে তা হল, আমার জানার বাইরে আর কয়টি কমিকস বাংলায় অনুদিত হয়েছে, সেগুলির বাংলা (সম্ভব হলে বাংলা ও ইংরেজী দুই-ই) নাম এখানে কমেন্ট করে জানান। মুগ্ধবাংলার অন্যতম সদস্য akbarmehedi আমাকে অ্যাসটেরিক্সের একগাদা ঝাঁ- চকচকে স্ক্যান পাঠিয়েছেন। একটা একটা করে ডাউনলোড করছি আর কোনটা থেকে শুরু করা যায়, ভাবছি। প্রসঙ্গত উল্লেখ্য, যদিও আগেই বাংলায় অনুবাদ হয়ে গেছে তাও যেহেতু আমি অলরেডি Asterix and the Secret Weapon এর টেক্সট আগেই অনুবাদ করে ফেলেছিলাম অথচ শুধুমাত্র ভাল স্ক্যান পাইনি বলে কাজ শুরু করিনি, এখন এটার কাজ শুরু করে দিয়েছি। সে যাই হোক, ওই পর্বটা আমি এখনও কোথাও দেখতে পাইনি। তাই অনর্থক হলেও কাজটা আমি শেষ করতে চাই। পাশাপাশি অনুদিত হয়নি, এমন একটি অ্যাসটেরিক্স এর পর্বের কাজও শুরু করে দেব ঠিক করেছি। চেষ্টা করছি পুজোর আগেই সেটা প্রকাশ করার।

1. Asterix the Gaul (গলযোদ্ধা অ্যাসটেরিক্স) পেয়েছি।

2.Asterix and the Golden Sickle (অ্যাসটেরিক্স ও সোনার কাস্তে) পেয়েছি।

3.Asterix and the Goths (অ্যাসটেরিক্স ও গথ দস্যু)পেয়েছি।

4.Asterix the Gladiator (গ্ল্যাডিয়েটর অ্যাসটেরিক্স) পেয়েছি।

5.Asterix and the Banquet (গলদেশ পরিক্রমায় অ্যাসটেরিক্স) পেয়েছি।

6.Asterix and Cleopatra (অ্যাসটেরিক্স ও ক্লিওপেট্রা) পেয়েছি।

7.Asterix and the Big Fight (দুই প্রধানে ধুন্দুমার) পেয়েছি।

8.Asterix in Britain (ব্রিটেনে অ্যাসটেরিক্স) পেয়েছি।

9.Asterix and the Normans (অ্যাসটেরিক্স ও নর্ম্যান দল) পেয়েছি।

10.Asterix the Legionary (রোমান সৈনিক অ্যাসটেরিক্স)পেয়েছি।

11.Asterix and the Chieftain's Shield (ঢালের খোঁজে অ্যাসটেরিক্স) পেয়েছি।

12.Asterix at the Olympic Games (ওলিম্পিকে অ্যাসটেরিক্স) পেয়েছি।

13.Asterix and the Cauldron

14.Asterix in Spain (স্পেনে অ্যাসটেরিক্স) পেয়েছি।

15.Asterix and the Roman Agent

16.Asterix in Switzerland

17.The Mansions of the Gods

18.Asterix and the Laurel Wreath

19.Asterix and the Soothsayer

20.Asterix in Corsica

21.Asterix and Caesar's Gift

22.Asterix and the Great Crossing

23*.Asterix Conquers Rome

23.Obelix and Co. (ওবেলিক্স এন্ড কোং) পেয়েছি।

24.Asterix in Belgium

25.Asterix and the Great Divide

26.Asterix and the Black Gold

27.Asterix and Son (অ্যাসটেরিক্স ও খোকা) পেয়েছি।

28.Asterix and the Magic Carpet

29.Asterix and the Secret Weapon

30.Asterix and Obelix All at Sea

31.Asterix and the Actress (অ্যাসটেরিক্স ও অভিনেত্রী) পেয়েছি।

32.Asterix and the Class Act

33.Asterix and the Falling Sky(অ্যাসটেরিক্স মাথায় আকাশভাঙ্গা বিপদ)পেয়েছি।

34.Asterix and Obelix's Birthday

35.Asterix and the Picts (অ্যাসটেরিক্স ও পিক্ট দল) পেয়েছি।

36.Asterix and the Missing Scroll (অ্যাসটেরিক্স ও হারানো পান্ডুলিপি)পেয়েছি।

37.Asterix and the Chariot Race

38.Asterix and the Chieftain's Daughter

এছাড়া Asterix and the Cauldron পর্বটি বাংলায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু আমার অ্যাসটেরিক্সের কালেকশন ফোল্ডারে ওটা পাচ্ছি না। এছাড়াও Rupak007 বাবু এর আগে জানিয়েছিলেন Soothsayer(ep-19), Great Divide(ep-25), Black Gold(ep-26), Secret Weapon(ep-29), Magic Carpet(ep-28) এগুলি সাওন দত্ত অনুবাদ করেছেন আগেই যদিও এগুলো কোন সাইটে রিলিজ হয়েছে তা তিনি উল্লেখ করেননি। মুগ্ধবাংলার পাঠকদের কারও না কারও কাছে সেগুলি থেকে থাকতে পারে। তাও এগুলিও বাদ দেওয়াই ভালো। অবশিষ্টগুলির মধ্যে যদি আরও কোনোটা অনুদিত হয়ে থাকে বা অনুবাদের কাজ চলছে এমন জানা থাকে, তাহলে এখানে জানাবেন। অ্যাসটেরিক্স অনেক জনপ্রিয় কমিকস এবং এতে প্রচুর ডায়লগ থাকার কারণে অনুদিত কমিকসের পুনরায় অনুবাদ করা পন্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। তাই যিনি যতটুকু পারবেন, সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে।

27th March, 2021 1:39 PM
Comments
#1

মুদ্রার কড়াই আমি একটু আগেই

বাংলা পিডিএফের প্রিমিয়াম সেকসানে

আপলোড করেছি। আপনি চাইলে

ওখান থেকে সংগ্রহ করতে পারেন।

লিঙ্ক

মুদ্রার কড়াই


28th March, 2021 11:27 AM Last Edit by banglamax on 28th March, 2021 11:34 AM
#2

মুদ্রার কড়াই পাওয়া যাচ্ছে জেনে খুশী হলাম, কিন্তু প্রিমিয়াম সেকশনে আমার এক্সেস নেই। যাই হোক, অজস্র ধন্যবাদ জানাই। Asterix in Switzerland পর্বটা অনুবাদ শুরু করে দিই তাহলে?


29th March, 2021 10:04 AM
#3

yes sure. you please carry on we are always with you


29th March, 2021 11:13 AM
#4

@Admin কে একটা কথা অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনার কাছে থাকা কমিক্সগুলিও যদি পারেন, একটু শেয়ার করুন না - কারণ আমার কাছে এর মধ্যেরও বেশ কিছু কমিক্স নেই... এবং আমার মতো আরো অনেকে আছেন বলে আমার মনে হয়।


30th March, 2021 5:37 PM
#6

অ্যাসটেরিক্স এর কমিকসগুলি যাঁরা স্ক্যান করেন, তাঁরা তাদের বইটির খুবই যত্ন নেন, তাতে স্ক্যান যেমনই হোক না কেন। তাই ইন্টারনেটে যেসব অ্যাসটেরিক্স এর কমিকস পাওয়া যায়, তার বেশীরভাগের স্ক্যানই পড়া গেলেও প্রিন্টের যোগ্য নয়। অবশ্য এতে যেগুলি বই আকারে পাওয়া যায়, সেগুলি কিনতে লোকজন উৎসাহী হবে, তাতে সন্দেহ নেই।


1st April, 2021 9:51 AM
Pages First 1  2   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)